Viral Video: actress Sushmita Sen doing scuba diving dgtl
Viral Video
বিকিনি পরে সমুদ্রে নামলেন সুস্মিতা সেন, মুহূর্তেই ভাইরাল ভিডিয়ো
সুস্মিতা তাঁর নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডলে কয়েকটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে তাঁকে স্কুবা ডাইভিং করতে দেখা গিয়েছে।পরেছেনগাঢ় মেরন রঙের বিকিনি।জলের নীচ থেকে ক্যামেরা ধরা হয়েছে।
সুস্মিতার ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবি।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
প্রাক্তন বিশ্বসুন্দরী, বলিউড অভিনেত্রী প্রায়ই লাইম লাইটে চলে আসেন কখনও তাঁর রিলেশনশিপ, কখনও বা তাঁর ফিটনেস ভিডিয়োর কারণে। এবার সুস্মিতা খবরে উঠে এলেন তাঁরই কয়েকটি ইনস্টাগ্রাম ভিডিয়োর কারণে। সেখানে দেখা যাচ্ছে বিকিনি পরে সমুদ্রে নেমে পড়েছেন সুস্মিতা সেন।
Advertisement
সুস্মিতা তাঁর নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডলে কয়েকটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে তাঁকে স্কুবা ডাইভিং করতে দেখা গিয়েছে।পরেছেন গাঢ় মেরন রঙের বিকিনি। জলের নীচ থেকে ক্যামেরা ধরা হয়েছে। সেখানে সুস্মিতা সেনকে প্রথমেই দেখা যাচ্ছে, হাত জোড় করে যোগের ভঙ্গিতে। তারপর তিনি জলের নীচের দিকে নেমে যাচ্ছেন। কখনও আবার ভেসে উঠছেন।
সুস্মিতা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে এই ভিডিয়োগুলির সঙ্গে লিখেছেন, ‘৪৩ বছর বয়সে স্কিন ডাইভ শিখছি। যে কোনও বয়সেই কিছু শেখা শুরু করা যেতে পারে। শুধু দরকার শুরু করা। তারপর স্বাভাবিক ভাবেই সেটা চলতে থাকবে’। পোস্টে সুস্মিতা আরও লিখেছেন, ‘আমি সমুদ্রে নাচতে না শেখা পর্যন্ত ডাইভিং চালিয়ে যাব।’ সেই সঙ্গে তাঁর প্রশিক্ষক হুসেন হাসামকে ধন্যবাদ দিয়েছেন।
সুস্মিতা ইনস্টাগ্রামে ২ সেপ্টেম্বর থেকে পর পর কয়েকটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেগুলি ইতিমধ্যেক কয়েক লক্ষবার করে দেখা হয়েছে। সেই সঙ্গে সমানে চলছে লাইক ও কমেন্ট।