তারকার হাট বসেছিল ভারতীয় সিনেমার পুরস্কার প্রদানের অনুষ্ঠান ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা আইফায়। অনুষ্ঠানের ২০তম বর্ষ জমে উঠেছিল তারকাদের ভিড়ে। কিন্তু সিনেমা জগতের সেই সব তারকাদের পিছনে ফেলে নেটদুনিয়ায় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এসেছে একজন বিশেষ অতিথি।
মুম্বইয়ে আইফার সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়া বিশেষ অতিথির সাক্ষাৎকার নিয়েছেন অভিনেত্রী অদিতি ভাটিয়া। বিশেষ অতিথির সঙ্গে মজাদার সেই সাক্ষাৎকারের ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন অদিতি। যা ইতিমধ্যেই ভাইরাল। এখনও পর্যন্ত প্রায় সাড়ে সাত লক্ষ ইউজার দেখে ফেলেছেন সেই ভিডিয়ো।
সেখানে দেখা যাচ্ছে, মাইক্রোফোন হাতে বিশেষ অতিথিকে স্বাগত জানাচ্ছেন অদিতি। তিনি হ্যালো স্যর বলতেই ডান পা বাড়িয়ে হ্যান্ডশেক করল ওই অতিথি। তার পর অতিথির উদ্দেশে বেশ কিছু কথা বললেন অদিতি। আর সেই প্রশ্ন শুনে নিজের বাঁ পা বাড়িয়ে দিল সেই অতিথি। অদিতিও একরাশ হেসে হ্যান্ডশেক করলেন। আসলে আইফার মঞ্চে চলে আসা এই অতিথি কথা বলতে পারেন না। কারণ সে একটি সারমেয়। কিন্তু আইফার মঞ্চে ঢুকে পড়ার পর নেটিজেনদের আলোচনা আবর্তিত হচ্ছে তাঁকে ঘিরেই।
আরও পড়ুন: ‘অন্ধ ভাবে মানুষকে বিশ্বাস করার ফল ভুগেছি’
আরও পড়ুন: শুটিং বন্ধ রানি রাসমণি ও দেবী চৌধুরানির, থানায় পরিচালকরা