ইবিজা, স্পেনের পূর্ব উপকূলের কাছে ভূমধ্যসাগরে অবস্থিত একটি দ্বীপ। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের টানে বিলাসবহুল এই দ্বীপে সারা বছরই লেগে থাকে পর্যটকের আনাগোনা। স্বামী আন্দ্রেই কসচিভের সঙ্গে সেই দ্বীপে ঘুরতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রিয়া সরন। সেই দ্বীপে ছুটি কাটানোর বিভিন্ন মুহূর্ত তিনি ভাগ করে নিয়েছেন নিজের ইনস্টাগ্রাম ফলোয়ারদের সঙ্গে। তার পরই ভাইরাল হয়েছে ওই দ্বীপে শ্রিয়ার নাচের একটি বিশেষ মুহূর্ত।
স্বামীর সঙ্গে সময় কাটানোর ছবির পাশাপাশি শ্রিয়া পোস্ট করেছেন নিজের নাচের একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে দ্বীপের মধ্যে গোলাপি রঙের স্বচ্ছ পোশাকে দেখা যাচ্ছে শ্রিয়াকে। আর তাঁর পিছনে ভূমধ্যসাগরের বিশাল জলরাশি। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে লাস্যময়ী ভঙ্গিতে নাচ করছেন ‘দৃশ্যম’ ছবির অভিনেত্রী। তাঁর স্বামী সেই নাচের ভিডিয়ো করছেন।
এই ভিডিয়োয় বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন শ্রিয়া। সঙ্গে লিখেছেন, ‘ইবিজাতে কাটানো সময়। ওই দ্বীপে কাটানো সময়টা মিস করছি।’ তার পরই ভাইরাল হয়েছে সেটি। ইতিমধ্যেই প্রায় দু’লক্ষেরও বেশি ইউজার দেখে ফেলেছেন সেই ভিডিয়ো।
Once upon a time in Ibiza. Will miss island 🌴 life .... till next time. @andreikoscheev
আরও পড়ুন: নেটফ্লিক্সে প্রিয়ঙ্কা-রাজকুমার
আরও পড়ুন: চরিত্রের জন্য সমঝোতা