Viral Video: Kartik Aaryan came to rescue Sara Ali Khan on Award Ceremony dgtl
পড়ে যাচ্ছিলেন সারা, বাঁচালেন তাঁর ‘প্রাক্তন বয়ফ্রেন্ড’! দেখুন ভিডিয়ো
এক পায়ে জুতো পরে ক্যাটওয়াকের কায়দায় মঞ্চে হাঁটতে শুরু করলেন সারা।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ১৭:১১
পড়ে যাচ্ছিলেন সারা, ধরে ফেললেন কার্তিক। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
সারা আলি খান ও কার্তিক আরিয়ান। সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রায়শই নেটিজেনদের আলোচনায় উঠে আসেন বলিউডের এই দুই তারকা। সম্প্রতি সেই গুঞ্জন আরও তীব্র হল ভাইরাল হওয়া একটি ভিডিয়োকে ঘিরে।
গত রবিবার ছিল একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক সঙ্গে মঞ্চে হাজির হয়েছিলেন কার্তিক আরিয়ান ও সারা আলি খান। কার্তিক ফর্মাল পোশাক পরে থাকলেও সারার পরনে ছিল অভিনব পোশাক।
অনুষ্ঠানের সেই সময় ব্যাকগ্রাউন্ডে চলছিল ‘পতি পত্নী অউর ও’ ছবির ‘ধিমি ধিম’ গানটি। এক পায়ে জুতো ও অপর পায়ের জুতো হাতে নিয়ে ক্যাটওয়াকের কায়দায় মঞ্চে হাঁটতে শুরু করলেন সারা। কিন্তু দু’টি স্টেপের পর তৃতীয় স্টেপ ফেলতে গিয়ে তাঁর পা আটকে যায় পোশাকে। যার জেরে হোঁচট খান সারা। কিন্তু পাশে থাকা কার্তিক মুহূর্তের মধ্যে ধরে ফেলেন সারাকে।
এই ঘটনার ভিডিয়ো মঙ্গলবার ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তার পরই সারার পড়ে যাওয়া নিয়ে হাসাহাসির পাশাপাশি তাঁদের সম্পর্কের গুঞ্জন নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা। যদিও বেশ কিছু দিন ধরেই বিভিন্ন মহলে খবর, তাঁদের সম্পর্ক আর আগের মতো নেই। প্রকাশ্যে অবশ্য কেউই মুখ খোলেননি নিজেদের সম্পর্ক নিয়ে।