(বাঁ দিকে) শুভমন গিল। সারা তেন্ডুলকর এবং কুষপ্রীত সিংহ অউলখ (ডান দিকে) । ছবি: সংগৃহীত।
সারা তেন্ডুলকর ও শুভমন গিলের প্রেমের গুঞ্জনে মুখরিত ক্রিকেটের ময়দান থেকে মুম্বইয়ের বিনোদন জগৎ। বিদেশ থেকে পড়াশোনা করে এসে মডেলিংকে পেশা হিসাবে বেছে নিয়েছেন সারা। ভবিষ্যতে বড় পর্দায় মুখ দেখানোর ইচ্ছে রয়েছে তাঁর। তবু ফিল্মি পার্টির বদলে সারার আনাগোনা বেড়েছে খেলার মাঠে। শুভমনের সৌজন্যে তাঁর নামের পাশে ইতিমধ্যেই জুড়েছে ‘ভাবী’ শব্দবন্ধ। বিভিন্ন সময় একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। বিশ্বকাপের মাঝেও ফাঁক পেলেই নাকি শুভমনের সঙ্গে দেখা করতে যেতেন সারা। দু’জনের সম্পর্কের রসায়ন নিয়ে চর্চা যখন তুঙ্গে, সেই চিত্রনাট্যে দেখা গেল নয়া মোড়! শুভমন-সারার মাঝে রয়েছেন তৃতীয় ব্যক্তি। শুভমন নন, তাঁর বন্ধুর সঙ্গেই নাকি সম্পর্কে জড়িয়েছেন সচিন-কন্যা!
সম্প্রতি সারার একটি ফ্যান পেজ থেকে একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে, সারার পাশে বসে খেলা দেখছেন এক যুবক। দু’জনে হাসাহাসিও করছেন। সেখানেই এই জল্পনা উস্কে পোস্ট দেওয়া হয়, সারা কি তা হলে নতুন সম্পর্কে জডিয়েছেন? ওই যুবকের নাম কুষপ্রীত সিংহ অউলখ। মাঝেমধ্যেই তাঁদের একসঙ্গে ক্রিকেটের মাঠে দেখা যায়। এমনকি, অম্বনীদের জিয়ো ওয়ার্ল্ড প্লাজার উদ্বোধনে কুষপ্রীতকে দেখা গিয়েছিল সারার সঙ্গে। অন্য দিকে, এই যুবক আবার শুভমনেরও খুব কাছের বন্ধু। ক্রিকেট তারকার জন্মদিনে তাঁকে শুভেচ্ছাও জানান কুষপ্রীত। এ বার তাঁর সঙ্গেই নাকি ঘনিষ্ঠতা বেড়েছে সারার! যদিও সারা-শুভমন কখনওই তাঁদের নিয়ে যে জল্পনা ছড়িয়েছে সে বিষয়ে কোনও মন্তব্য করতে যাননি। এ বার নতুন আর এক জল্পনা শুরু সারাকে নিয়ে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy