ঈশান খট্টর এবং মীরা রাজপুত। পরস্পরের খুব ভাল বন্ধু বলেই পরিচিত দু’জনে। কিন্তু হঠাত্ কী হল? মীরা রাজপুতের সঙ্গে কী করলেন ঈশান খট্টর? কেনই বা হঠাৎ একটু অন্যরকম লাগল মীরার আচরণ? মীরার পিঠে হাত রাখতে গেলেন ঈশান, তখনই তাঁর হাত সরিয়ে দিলেন মীরা। সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
বি টাউনের অন্দরে কেউ কেউ একে মীরার অ্যাটিচিউড বললেও ঈশানের আচরণ আপত্তিকর লেগেছিল মীরার, এমনটাও বলছেন অনেকেই।
ঠিক কী ঘটেছিল সে দিন?