
ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুদের সঙ্গে নাচলেন বলিউড বাদশা

শাহরুখ খান। বলিউডের কিং খান। ভক্তদের প্রতি সহৃদয়তার জন্য ‘কিং অফ হার্টস’ নামেও পরিচিত। সম্প্রতি তিনি গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। মেলবোর্নে চলছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাট মেলবোর্ন (আইএফএফএম)। সেই ফিল্ম ফেস্টিভ্যালেই নাচতে দেখা গেল কিং খানকে। তবে কোনও পারফরম্যান্সে নয়। এ দিন তিনি কোমর দোলালেন ডাউন সিনড্রোমে আক্রান্ত বাচ্চাদের সঙ্গে।
একটি স্বেচ্ছাসেবী সংস্থা ডাউন সিনড্রোমে আক্রান্ত বাচ্চাদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানেই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহরুখ। বাচ্চাদের সঙ্গে নাচের পাশাপাশি তাদের উৎসাহিত করতে জড়িয়েও ধরছিলেন ৫৩ বছর বয়সী এই অভিনেতা।
শাহরুখের সেই নাচের ভিডিয়ো নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছে আইএফএফএম। তার পরই ভাইরাল হয়েছে সেই পোস্ট।
And then @iamsrk breaks into an impromptu performance with the @emotion21inc rockstars!
— @IFFM (@IFFMelb) August 8, 2019
A moment we cherished the most!@FilmVictoria@visitvictoria#IFFMAwardsNight2019 #IFFMwithSRK #iffm2019 pic.twitter.com/hETL5MZbOu
King Khan dances with the special kids with Down syndrome ❤️ @emotion21inc #IFFM2019 #IFFM @IFFMelb pic.twitter.com/3AqjLzVihC
— SRK Universe Fan Club (@SRKUniverse) August 8, 2019
আরও পড়ুন: সোনাক্ষীর ধাক্কায় চেয়ার থেকে পড়েই গেলেন অক্ষয়!
আরও পড়ুন: পদ থেকে যে সরানো হয়েছে, তা অফিশিয়ালি জানানো পর্যন্ত হয়নি: প্রসেনজিৎ