Viral Video: Shilpa Shetty get 1 million Tiktok followers for video with husband dgtl
১০ লক্ষ ফলোয়ার এনে দেওয়া টিকটক ভিডিয়োতে স্বামীর সঙ্গে কী করলেন শিল্পা শেট্টি?
সেই ঘটনার কথা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সোমবার জানিয়েছেন অভিনেত্রী। সঙ্গে দিয়েছেন সেই ভিডিয়ো।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ১৭:৫৯
শিল্পা শেট্টি। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
একটা টিকটক ভিডিয়ো। সেই ভিডিয়ো টিকটকে অভিনেত্রী শিল্পা শেট্টিকে এনে দিল ১০ লক্ষ ফলোয়ার। সেই ঘটনার কথা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সোমবার জানিয়েছেন অভিনেত্রী। সঙ্গে দিয়েছেন সেই ভিডিয়ো।
সেই ভিডিয়োতে শিল্পা শেট্টিকে দেখা যাচ্ছে স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে। ১৮৮৯-এর বিখ্যাত ছবি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র ‘দিল দিওয়ানা দিল সাজনাকে’ গানের সুরে অভিনয় করছেন। সঙ্গে স্বামীকে ধরাচ্ছেন আবদারের তালিকা। তা শুনেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন রাজ কুন্দ্রা। এই টিকটক ভিডিয়ো আরলোড করার পরই ১০ লক্ষ নতুন ফলোয়ার পেয়েছেন শিল্পা।
১৮৮৯-এ মুক্তি পেয়েছিল ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিটি। ‘দিল দিওয়ানা দিল সাজনাকে’ ছিল লতা মঙ্গেশকরের কণ্ঠে সে সময়ের হিট গান। সেই ছবির ৩০ বছর পূর্তি উপলক্ষ্যেই ওই ছবির গানে ভিডিয়ো বানিয়েছেন শিল্পা। দেখুন সেই ভিডিয়ো—