রেমো ডি’সুজার নাচের অনুষ্ঠান ‘ডান্স প্লাস’ খ্যাতমুম্বইয়ের ডান্স গ্রুপ ‘ভি আনবিটেবল’-কে এবার দেখা যাবে হলিউডের মঞ্চে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ‘অ্যামেরিকা গট ট্যালেন্ট’-এর ১৪তম সেশনে তারা দর্শক, বিচারক সকলের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। বিচারকদের কাছ থেকে আদায় করে নিল গোল্ডেন বাজ়ার বোনাস। যা তাদের সামনে হলিউডের মঞ্চে যাওয়ার দরজা খুলে দিল।
বিচারকের আসনে ছিলেন সিমন কয়েল, জুলিয়ান হগ, হোই ম্যান্ডেল ও গ্যাব্রিয়েল ইউনিয়ন এবং অতিথি বিচারক ছিলেন ডোয়েন ওয়াডে। ভি আনবিটেবল প্রতিটি নাচ মঞ্চস্থ করার সময় চোখ ধাঁধানো কিছু করে দেখায়। এদিনও তার অন্যথা হয়নি। রাম-লীলা সিনেমায় রণবীর সিংহের একটি গানে নাচে ভি আনবিটেবল।
অনুষ্ঠান শুরুর আগে তারা বলে, এই নাচ বন্ধু বিকাশ গুপ্তকে উত্সর্গ করছে। ছ’বছর আগে এক নাচের অনুশীলনের সময় পড়ে যান বিকাশ। ঘাড়ে গুরুতর চোট লাগে। প্যারালাইসিস হয়ে যায় তাঁর। কয়েক সপ্তাহ আগে বিকাশের মৃত্যু হয়। বিকাশ নাকি স্বপ্ন দেখতেন, এই রকম বড় কোনও মঞ্চে দাঁড়ানোর। আর আজ ভি আনবিটেবল এই মঞ্চে। তারপর দলের সদস্যরা সবাই বিকাশের নামে জয়ধ্বনি দেন।
আরও পড়ুন : পিলিভিতে বাঘিনীকে পিটিয়ে মারলেন গ্রামবাসীরা, দেখুন ভয়ঙ্কর সেই ভিডিয়ো
আরও পড়ুন : ট্রাফিক নিয়ম ভাঙার জরিমানা কোথায় কত দেখে নিন
ভি আনবিটেবল এদিন তাদের অবাক করা পারফরম্যান্সে সবার মন জিতে নেয়। বিচারকের আসনে থাকা প্রত্যেকে তাদের নাচের আলাদা আলাদা করে প্রশংসা করেন। বিচারক ডোয়েন ওয়াডে গোল্ডেন বাজ়ার হিট করেন। এবার ভি আনবিটেবল হলিউডে ‘আমেরিকা গট ট্যালেন্ট’-এর লাইভঅনুষ্ঠানে যাওয়ার ছাড়পত্র পেয়ে গেল।
These death-defying stunts by @V_Unbeatable are enough to turn anyone into a fan. https://t.co/QELa3Cpj8d
— America’s Got Talent (@AGT) July 24, 2019
চলতি বছরের মে মাসে মুম্বইয়ের আরও একটি নাচের দল ‘দ্য কিংস’ এনবিসি ডান্স রিয়্যালিটি শো ওয়ার্ল্ড অফ ডান্সে প্রথম স্থান দখল করে। সেখানে জেনিফার লোপেজ, নে-ইয়ো ও ডেরেক হগ-সহ ১৪ জনের বিচারকের মন জিতে নেয় তারা। সেই সঙ্গে জিতে নেয় ১০ লক্ষ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যাপ্রায় ৬ কোটি ৮৯ লক্ষ ২১ হাজার টাকা।