ভারতীয় মডেল মিলিন্দ সোমান। মডেলিংয়ের পাশাপাশি তাঁর চেয়ে বয়সে অনেকটাই ছোট স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক প্রায়শই উঠে আসেন নেটাগরিকদের আলোচনায়। বৃহস্পতিবার বিকালে ‘থ্রোব্যাক থার্সডে’ ক্যাপশনে নিজের একটি পুরনো ছবি পোস্ট করেছেন মিলিন্দ। তার পরই ফের আলোচনা তাঁকে ও অঙ্কিতাকে নিয়ে।
মিলিন্দের পোস্ট করা ছবিটি তাঁর মডেলিং জীবনের। ১৯৯১-এ ছবিটি তোলা হয়েছিল নয়াদিল্লিতে। সেই সাদাকালো ছবিটি মিলিন্দের ন্যুড মডেলিংয়ের। এই ছবি তো বটেই, মিলিন্দের ইনস্টাগ্রাম পোস্টে তাঁর স্ত্রী অঙ্কিতা কোনওয়ারের মন্তব্য নিয়েও মেতেছে নেট দুনিয়া।
মিলিন্দের স্ত্রী অঙ্কিতা জন্মেছিলেন ১৯৯১ সালেই। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘‘এই জন্যই আমি এসেছিলাম। হ্যালো লাভার।’’ সেই মন্তব্যের জবাবে মিলিন্দ বলেছেন, ‘‘সবই তোমার জন্য।’’ দেখুন মিলিন্দের সেই পোস্ট—
#Throwback thursday . . . The Ridge, Delhi, 1991 . . . . 📷 @bharatsikkastudio
অঙ্কিতার কমেন্ট। ছবি স্ক্রিনশট।
২০১৮-র এপ্রিলে মিলিন্দ সোমানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অঙ্কিতা। তিনি মিলিন্দের চেয়ে ২৬ বছরের ছোট। বর্তমানে মিলিন্দকে মডেলিং নিয়ে একটি টিভি রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: মিস শেফালির জীবনাবসান
আরও পড়ুন: নিভে গেল সন্ধ্যাতারা