Advertisement
E-Paper

টানা ছয় বছর একসঙ্গে থাকার পরে প্রেমিকার মৃত্যু, অতীত খুঁড়ে মর্মান্তিক ঘটনা জানালেন বিবেক

প্রেমিকার সঙ্গে সংসার ও সারা জীবন একসঙ্গে কাটানোর স্বপ্ন দেখেছিলেন বিবেক। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণই থেকে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৩:১৯
Vivek Oberoi reveals that he had lost his girlfriend after dating for six long years

প্রেমিকার মৃত্যুতে ভেঙে পড়েন বিবেক। ছবি: সংগৃহীত।

প্রেম ভাঙলে মন ভার হয়। বিরহের অভিজ্ঞতা নেই, এমন মানুষ কমই রয়েছে। তবে চিরকালের মতো সঙ্গীকে পৃথিবী থেকে বিদায় জানানো মোটেই সহজ নয়। বুকে পাথর রেখে ভবিতব্যের কাছে নতিস্বীকার করেছিলেন বিবেক ওবেরয়। টানা ছ’ বছর সম্পর্কে থাকার পরে প্রেমিকাকে বিদায় জানিয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে মর্মান্তিক ঘটনার কথা উজাড় করে দিলেন অভিনেতা।

তখনও অভিনয় জগতে পা রাখেননি বিবেক। প্রেমিকার বয়স তখন মাত্র ১৭ বছর। কিশোর বয়স থেকে বন্ধুত্ব ও প্রেমের সূচনা। প্রেমিকার সঙ্গে সংসার ও সারা জীবন একসঙ্গে কাটানোর স্বপ্ন দেখেছিলেন বিবেক। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণই থেকে গিয়েছে। প্রেমিকার মৃত্যুর পরে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেতা। বিবেক বলেছেন, “আমি স্থির করেছিলাম এই মেয়েটাই আমার জীবনের সব কিছু। ওর সঙ্গে এক কলেজে পড়ব, বিয়ে করব। আমাদের সন্তান হবে। একসঙ্গে জীবন কাটানোর সমস্ত পরিকল্পনা করে ফেলেছিলাম আমি।”

কিন্তু একদিন বিবেক জানতে পারেন, তাঁর প্রেমিকা ব্লাড ক্যানসারে আক্রান্ত এবং তিনি অন্তিম পর্যায়ে রয়েছেন। অভিনেতার কথায়, “আমি ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। ওর তুতো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি। জানতে পারি, ও হাসপাতালে ভর্তি। আমি ছুটে যাই। আমাদের পাঁচ-ছয় বছরের সম্পর্ক ছিল। ওর অসুখের কথা জেনে আমি ভেঙে পড়েছিলম। আমরা সকলে বহু চেষ্টা করেছিলাম। কিন্তু দু’মাসের মধ্যে ওর মৃত্যু হয়।”

এর বেশ কয়েক বছর পরে বলিউডে আগমন বিবেকের। তার পরে ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। বর্তমানে তিনি প্রিয়ঙ্কা আলভার সঙ্গে বিবাহিত। ২০১০ সালে গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা।

entertainment news Vivek Oberoi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy