Advertisement
০৩ জুন ২০২৪

মিস ইউনিভার্স মিসটেক? না কি প্রচারের স্টান্টবাজি!

সঞ্চালক স্বীকার করেন বড় ভুল হয়ে গিয়েছেন। কে জানত ছোট্ট স্বীকারোক্তির ভিডিওটাই ভাইরাল হয়ে যাবে নেট দুনিয়ায়। আপাতত এই ভাইরাল হওয়া ভিডিও-র জেরেই সরগরম ভার্চুয়াল দুনিয়া।

ছবি: এএফপি।

ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৫ ১৬:০৪
Share: Save:

সঞ্চালক স্বীকার করেন বড় ভুল হয়ে গিয়েছেন। কে জানত ছোট্ট স্বীকারোক্তির ভিডিওটাই ভাইরাল হয়ে যাবে নেট দুনিয়ায়। আপাতত এই ভাইরাল হওয়া ভিডিও-র জেরেই সরগরম ভার্চুয়াল দুনিয়া।

কোন ঘটনার জেরে উঠেছে বিতর্কের ঝড়?

ভিডিওটি আর কিছুই নয়, মিস ইউনিভার্স অনুষ্ঠানের সঞ্চালকের স্বীকারোক্তি।

বিজয়ী হয়েছিলেন মিস ফিলিপিন্স পিয়া অ্যালেঞ্জো ওয়ার্টজব্যাক। কিন্তু বিজয়ীর নাম ঘোষণা থেকেই শুরু হল একের পর এক বিভ্রান্তি। বিজয়ীর মাথায় নয় মুকুট পরানো হল অন্য এক জনের মাথায়। পরে জানা গেল যাঁকে মুকুট পরানো হয়েছে সেই মিস কলম্বিয়া আরিয়াদমা গুইতিয়েরেজ আদতে ফার্স্ট-রানার আপ হয়েছেন।

পড়ুন
মিস ইউনিভার্স মঞ্চে মেগা মিস-টেক!

সঞ্চালক স্টিভ হার্ভের কথাতেই কাটে ভুল। স্টিভ স্বীকার করেন বড় ভুল হয়ে গিয়েছে। মিস কলম্বিয়া নয় খেতাব উঠেছে মিস ফিলিপিন্সের মাথায়।
ভিডিওটির কথা জানা জেতেই ষড়ষন্ত্রের আভাস পেয়েছেন নেটিজেনরা। যদিও স্টিভ স্বীকার করেন ভুল হয়ে গিয়েছে তবুও ষড়যন্ত্রের গন্ধ পান কেউ কেউ। উঠেছে সমালোচনার ঝড়ও। খেতাব কে জিতল তার থেকেও বড় হয়ে দাঁড়ায় স্টিভ হার্ভ কী বললেন?
সমালোচকদের মতে, নিজের দিকে আকর্ষণ টেনে আনতেই ইচ্ছাকৃত ভাবে এই কাণ্ডটি ঘটান স্টিভ। প্রচারের উদ্দেশ্যেই স্টিভ এটি করেন বলে মত তাঁদের।

কারোর কারোর মতে, কয়েক দিনের মধ্যেই বড়দিন। ‌রবিবার ২০ ডিসেম্বর লাস ভেগাসে বসে এই বিশ্বসুন্দরীর আসর। বড়দিনের সময় ফুটবল ছাড়া অন্য কোন অনুষ্ঠান দেখতে অতটা উত্সাহীত হন না আমেরিকানরা। তাই হয়ত প্রচারের কারণেই এমন কাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।

নীচে সেই ভিডিও যাকে ঘিরে উঠেছে বিতর্কের ঝড়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

miss universe publicity stunt
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE