Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Entertainment News

‘চলো দেখা হোক’-এর দারুণ রেসপন্স, দাবি সোমচন্দার

গত ৬ জানুয়ারি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সোমচন্দা ভট্টাচার্যের গাওয়া এই রোম্যান্টিক দুঃখের গান।

সোমচন্দা ভট্টাচার্য।

সোমচন্দা ভট্টাচার্য।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৯ ১৮:২৭
Share: Save:

সিনেমার গানের জনপ্রিয়তা রয়েছে। অথচ বেসিক বাংলা গান এখন আর তেমন জনপ্রিয় নয়। গত কয়েক বছর ধরে এই ধারণা হয়েছে ইন্ডাস্ট্রির মানুষের। দর্শকও এই ভাবনার বাইরে নন। কিন্তু এই ধারণাকে কিছুটা ভাঙতে পেরেছে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘চলো দেখা হোক’।

গত ৬ জানুয়ারি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সোমচন্দা ভট্টাচার্যের গাওয়া এই রোম্যান্টিক দুঃখের গান। সৌজন্যে ‘আমারা মিউজিক’। প্রসেনের লেখা এই গান কম্পোজ করেছেন শুভম বন্দ্যোপাধ্যায়। এ গানের ভিডিয়োতে অভিনেতা নীল ভট্টাচার্যের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সোমচন্দা। এখনও পর্যন্ত এ গান খুব ভাল সাড়া ফেলেছে বলে দাবি করলেন গায়িকা।

সোমচন্দার কথায়, ‘‘আমাদের আগের জেনারেশন বেসিক অ্যালবামের অ্যাডভান্টেজ পেয়েছে। কারণ তখন সেটারই মার্কেট ছিল। এখন প্লেব্যাকের মাধ্যমে মানুষের কাছে পৌঁছনো অনেক সহজ। তবে আগের থেকে এই জায়গাটা অনেক ইমপ্রুভ করেছে। ভাল কনটেন্টের ভাল রেসপন্স হয়। বাংলাদেশের কিন্তু বেসিক বাংলা গানের দারুণ রেসপন্স। ওখানে যদি এটা প্যারালাল ইন্ডাস্ট্রির মতো চলতে পারে, এখানে নয় কেন?’’

আরও পড়ুন, ‘সবাই দেখা হলে বলেন, খুব ভাল অভিনয় কর, কিন্তু কেউ ডাকেন না’

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tollywood Music Celebrities
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE