ছবিটি মুক্তি পাওয়ার কথা ২৩ জুন। কিন্তু তার আগেই ছবির মিউজিক রাইটস বিক্রি করে ইতিমধ্যেই ২০ কোটির ব্যবসা করে ফেলেছে সলমন খানের ‘টিউবলাইট’। এ বার নতুন করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে ‘টিউবলাইট’-এর অফিসিয়াল ট্রেলারটি।
এ ছবির চিত্রনাট্য লিখেছেন ছবির পরিচালক কবির খান। সলমন খান অভিনীত এই ছবিটি বিখ্যাত হলিউড ছবি ‘লিটল বয়’-এর গল্প থেকে অনুপ্রাণিত। তবে পরিচালক আলেজান্দ্রো মন্তেভার্দের ‘লিটল বয়’ ছবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের কাহিনী উঠে এসেছে, আর ‘টিউবলাইট’-এ ধরা পড়েছে ১৯৬২-র ভারত-চিন যুদ্ধ। বাংলায় একটা প্রবাদ আছে, ‘বিশ্বাসে মিলায় বস্তু’। হলিউডের ‘লিটল বয়’-ই হোক বা সলমনের ‘টিউবলাইট’—দু’টি ছবিতেই ধরা পড়েছে সরল বিশ্বাসের অপার শক্তি।
আরও পড়ুন...
গল্প চুরির অভিযোগে ‘রাবতা’র মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে মামলা