জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন চার-পাঁচ-ছয়ের দশকে। কিন্তু, এখনও বহু প্রবীণের স্মৃতিতে মধুবালা অমলিন। এই প্রজন্মের সিনেপ্রেমীদের অনেকের কাছেও তাঁর আকর্ষণে ভাটা পড়েনি। হিন্দি সিনেমার সাদা-কালো পর্দায় সোনালি ঝলক দেখিয়েছিলেন তিনি। এ বার সেই সোনালি ঝলক ফিরে আসবে তাঁর মোমের অবয়বে। দিল্লির মাদাম তুসোর মিউজিয়ামে আসছেন মধুবালা। বলা ভাল, এ বার সেখানে বসছে মধুবালার মোমের মূর্তি।
মাদাম তুসোর মিউজিয়ামের একটি শাখা রয়েছে দিল্লির কনট প্লেসে, ‘রিগাল’ সিনেমা বিল্ডিংয়ে। চলতি বছরের শেষেই মধুবালার মূর্তি সেখানে বসানো হবে। ওই মিউজিয়ামের পরিচালনার ভার রয়েছে বেসরকারি সংস্থা ‘মার্লিন এন্টারটেনমেন্ট’-এর ওপর।
আরও পড়ুন
বয়ফ্রেন্ডের সঙ্গে সোনমের বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ্যে
‘মহল’, ‘চলতি কা নাম গাড়ি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস ৫৫’, ‘কালা পানি’, ‘হাওড়া ব্রিজ, ‘মুঘল-ই-আজম’। তাঁর ফিল্মি কেরিয়ারে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন মধুবালা। মাত্র ৩৬ বছরে তাঁর অকালপ্রয়াণের আগেই তিনি হয়ে উঠেছিলেন হিন্দি ফিল্মের প্রথম সারির স্টার।
মার্লিন এন্টারটেনমেন্টের জেনারেল ম্যানেজার ও ডিরেক্টর অনশুল জৈন জানিয়েছেন, ‘মুঘল-ই-আজম’-এ মধুবালার চরিত্র ‘আনারকলি’র ধাঁচেই গড়া হয়েছে তাঁর মোমের মূর্তিটি। অনশূলের কথায়, “দিল্লিতে মাদাম তুসোর মিউজিয়ামে মধুবালার মতো এত বড় মাপের ব্যক্তিত্বকে রাখতে পেরে আমরা সত্যিই গর্বিত। এখনও বহু মানুষের হৃদয় জুড়ে রয়েছেন তিনি।”
অনশুলের আশা, মধুবালার মূর্তির সঙ্গে সেলফি তোলার জন্য মিউজিয়ামে ছুটে আসবেন তাঁর ফ্যানেরা।