Advertisement
E-Paper

‘টক্সিক’-এর ঝলকে যশের সঙ্গে উদ্দাম ঘনিষ্ঠতা! কে এই ‘আবেদনময়ী’? প্রকাশ্যে পরিচয়

প্রথমে শোনা গিয়েছিল, যৌনদৃশ্যে যশের সঙ্গে দেখা গিয়েছে আমেরিকান অভিনেত্রী নাতালি বার্নকে। কিন্তু ছবির পরিচালক জানিয়েছেন, তিনি নাতালি নন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ২০:৩২
Director of Toxic revealed the identity of the woman seen with Yash in the teaser

যশের সঙ্গে কে এই মহিলা? ছবি: সংগৃহীত।

যশের ছবি ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্‌স’-এর ঝলক মুক্তি পেয়েছে। এই ছবি নাকি ‘অ্যানিম্যাল‍’-কেও ছাপিয়ে যাবে, এমনই শোনা যাচ্ছে। ঝলক মুক্তি পেতেই এই ছবির সঙ্গেও জুড়েছে ‘নারীবিদ্বেষী’ তকমা। শত্রুদের দমন করার সময়েও কেন এক নারীর সঙ্গে সঙ্গমদৃশ্য দেখানো হল, তা নিয়ে উঠছে প্রশ্ন। নারীর ভূমিকা কি কেবল যৌনতাতেই? কিন্তু গাড়ির মধ্যে যশের সঙ্গে যে অভিনেত্রীকে দেখা গিয়েছেন তিনি কে?

প্রথমে শোনা গিয়েছিল, যৌনদৃশ্যে যশের সঙ্গে দেখা গিয়েছে আমেরিকান অভিনেত্রী নাতালি বার্নকে। কিন্তু ছবির পরিচালক গীতু মোহনদাস জানিয়েছেন, তিনি নাতালি নন। অভিনেত্রীর নাম বেয়াট্রিজ় টফেনবাক। অভিনেত্রীর বিষয়ে বিশদে আর কিছু জানাননি পরিচালক। শুধু লিখেছেন, “এই সুন্দরী হল আমার সেমেট্রি গার্ল।” যেহেতু, দৃশ্যটি গোরস্থানের, তাই এই ভাবেই বেয়াট্রিজ়ের সঙ্গে পরিচয় করিয়েছেন গীতু।

ছবির পরিচালক একজন মহিলা। তাই এই প্রশ্নও উঠছে, একজন মহিলা হয়ে কী ভাবে মহিলাদের এই ভাবে দেখানো হল ঝলকে। ছবিটি মুক্তি পাবে ১৯ মার্চ। ছবিতে রয়েছে একাধিক নারীচরিত্র। কিয়ারা আডবাণী, নয়নতারা, রুক্মিণী বসন্তের ‘লুক’ নিয়েও আলোচনা হচ্ছে। এই প্রথম যশের বিপরীতে কিয়ারা। তাঁর চরিত্রের নাম ‘নাদিয়া’। এই চরিত্র তাঁর জীবনের অন্যতম কঠিন চরিত্র বলেও জানিয়েছেন তিনি। তাই শোনা যাচ্ছে, বেশ বড় অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন তিনি।

এ ছাড়াও এই ছবিতে দেখা যাবে তারা সুতারিয়াকে। ‘গ্ল্যামারাস’ চরিত্রে দেখা যাবে তারাকে। তবে শুধুই সৌন্দর্য নয়। তাঁর চরিত্রও নাকি ভয় ধরাবে দর্শকমনে। চরিত্রের নাম ‘রেবেকা’। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন হুমা কুরেশিও।

Yash South Indian Actor Eve Teaser
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy