তিনি দক্ষিণী তারকা। কিন্তু ‘কেজিএফ’ ছবিতে অভিনয় করে তিনি গোটা দেশের কাছে পরিচিত। ‘কেজিএফ’ ছবির প্রতিটি ভাগই বক্সঅফিসে সাড়া ফেলেছিল। ২০২৬ সালে তাঁর হাতে রয়েছে বড় বাজেটের দু’টি ছবি। একটি হল নীতেশ তিওয়ারির ছবি ‘রামায়ণ’। এই ছবিতে তাঁকে দেখা যাবে রাবণের চরিত্রে। সেই সঙ্গে বহু আলোচিত ছবি ‘টক্সিক’-এও দেখা যাবে যশকে।
কন্নড় ছবির জগতে অন্যতম এক নাম যশ। বিনোদনজগতে এই নামে পরিচিত হলেও, তাঁর আসল নাম নবীনকুমার গৌড়া। বলিউডের তারকাদের সঙ্গেও এখন তাঁর নাম এক সারিতে। সেই যশ ৪০ বছর পূর্ণ করে ৪১-এ পা রাখলেন ৮ জানুয়ারি। ৪০ বছর বয়সে একাধিক হিট ছবি তাঁর ঝুলিতে। কত সম্পত্তির মালিক তিনি?
জানা যায়, যশ বর্তমানে ৫৩ কোটি টাকার সম্পত্তির মালিক। অভিনেতার মাসিক আয় ৫৫-৬০ লক্ষ টাকা। অর্থাৎ বার্ষিক আয় ৭-৮ কোটি টাকা। তবে ছবিতে চড়া অঙ্কের পারিশ্রমিক নেন তিনি। প্রতিটি ছবির জন্য ২০-২৫ কোটি টাকা পারিশ্রমিক নেন যশ।
আরও পড়ুন:
বিলাসবহুল জীবনযাপন করতে ভালবাসেন যশ। বেঙ্গালুরুতে বিলাসবহুল এলাকায় ডুপ্লেক্স আবাসনে থাকেন যশ। গাড়ির সম্ভারে রয়েছে মার্সিডিজ় বেন্জ়, অডি, বিএমডব্লিউ-এর গাড়ি। অভিনয়ের পাশাপাশি সমাজসেবাও করেন যশ। নিজের স্বেচ্ছাসেবী সংস্থাও রয়েছে তাঁর।
স্ত্রী রাধিকা পণ্ডিত ও দুই ছেলেমেয়ে আইরা ও আয়ুশকে নিয়ে সংসার যশের। অভিনেতার বাবা-মাও তাঁদের সঙ্গেই থাকেন। যশের বাবা অরুণকুমার গৌ়ড়া একসময় বাসচালক ছিলেন। মা পুষ্পা ছিলেন গৃহবধূ। বরাবরই দক্ষিণী তারকা পারিবারিক মানুষ হিসাবে পরিচিত বিনোদনজগতে। ‘গুগলি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস রমাচারী’, ‘মাস্টারপিস’— এগুলিও তাঁর উল্লেখযোগ্য ছবি।”