Advertisement
১১ মে ২০২৪
Payel Sarkar

ঘরবন্দি অবস্থায় কেমন করে সময় কাটাচ্ছেন পায়েল?

ছবিতে তিনি নায়িকার চরিত্রেই। করোনার আবহে তৈরি ১৪ মিনিটের ছবিতে দেখানো হয়েছে, ২০২৫ সালে পৃথিবীতে মোটে দু’জন মানুষ বেঁচে। ভক্তদের কাছ থেকে ছবিটির জন্য বেশ প্রশংসাও পাচ্ছেন পায়েল। 

পায়েল

পায়েল

শেষ আপডেট: ০৭ মে ২০২০ ০১:১৫
Share: Save:

হাউসিং কমপ্লেক্সের ন’তলার ফ্ল্যাটে বেশ চিন্তাতেই দিন কাটছে পায়েল সরকারের। তাঁর বাবা-মা যেখানে থাকেন, সেটি রেড জ়োন এলাকা ভুক্ত। ‘‘ফোনে ফোনেই খোঁজ নিচ্ছি। বাবা-মায়ের বাড়ি থেকে বেরোনোর প্রশ্নই নেই। প্রয়োজনীয় সব জিনিস বাড়িতে রয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছি,’’ পায়েলের গলায় চিন্তা স্পষ্ট। এই কঠিন সময়েও বাড়িতে বসে একটি শর্ট ফিল্মের শুট করে ফেলেছেন অভিনেত্রী। শিলাদিত্য মৌলিকের পরিচালনায় ‘একটি তারা’ মুক্তি পেয়েছে অনলাইনে। শিলাদিত্যর কনসেপ্টটা বেশ ভাল লেগেছে তাঁর। শুটিং থেকে এডিটিং সবটাই- বাড়িতে হয়েছে, জানালেন পায়েল।

ছবিতে তিনি নায়িকার চরিত্রেই। করোনার আবহে তৈরি ১৪ মিনিটের ছবিতে দেখানো হয়েছে, ২০২৫ সালে পৃথিবীতে মোটে দু’জন মানুষ বেঁচে। ভক্তদের কাছ থেকে ছবিটির জন্য বেশ প্রশংসাও পাচ্ছেন পায়েল।

ঘরবন্দি অবস্থায় কেমন করে সময় কাটাচ্ছেন তিনি? ‘‘বাড়ির কাজ, এক্সারসাইজ়, সিনেমা-সিরিজ় দেখা... আর কোনও অপশন নেই,’’ হতাশ সুরে বললেন অভিনেত্রী। তবে এত কিছুর মধ্যেও নিজের পুরনো ইচ্ছে মেটাতে পেরেছেন পায়েল। অনলাইনে ফরাসি ভাষা শিখছেন তিনি। ‘‘এটা আমার অনেক দিনের শখ ছিল। এই সময়টা তাই কাজে লাগালাম। কয়েক দিনেই বেশ খানিকটা আয়ত্তে এনেছি,’’ মন্তব্য পায়েলের। অনেক খারাপের মধ্যে কিছু ভাল অন্তত আছে।

আরও পড়ুন: ঋষি আর ইরফান দুই বিপরীত মেরুর স্টার-অভিনেতা: শর্মিলা ঠাকুর

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE