চলছে লকডাউন। কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে বাইরে যেতেই হবে আপনাকে। কিন্তু সাবধান! সামাজিক দূরত্ব বজায় না রাখলেই কিন্তু সোজা বেলেঘাটা আইডিতে পাঠাবেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এমনটাই হুঁশিয়ারি দিলেন অভিনেত্রী-সাংসদ।
প্রশাসন থেকে পুলিশ, ডাক্তার থেকে সচেতন সাধারণ মানুষ বারেবারেই সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলে আসছেন। দু’জন মানুষের মধ্যে কমপক্ষে এক মিটার দূরত্ব যে রাখা উচিত, সে বিষয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি নিজেও বাজারে গিয়ে চক দিয়ে এঁকে দিয়েছেন কতটা দূরত্ব বজায় রাখা উচিত। কিন্তু তা সত্ত্বেও নিয়মের হেরফের হয়েই চলেছে।
এ বার সে বিষয়ে মানুষকে সচেতন করতেই নিজের ছবির একটি ক্লিপিংসে ডায়লগ বসিয়ে অভিনব কায়দায় সতর্কবার্তা দিলেন অভিনেত্রী। সংক্রমণ রুখতে সামাজিক দূরত্বই যে একমাত্র পন্থা সে বিষয়ে আরও এক বার মনে করিয়ে দিলেন সবাইকে।
দেখুন মিমির সেই ভিডিয়ো
Must when you go out.. #socialdistancing
আরও পড়ুন- করোনা মোকাবিলায় অর্থদান অক্ষয়, বরুণ এবং আয়ুষ্মানের