অবাস্তব! প্রিয়ঙ্কা চোপড়ার পরের ছবির এমনই রিভিউ দিলেন স্বামী নিক জোনাস।
২২ জানুয়ারি মুক্তি পেতে চলেছে প্রিয়ঙ্কার পরের ছবি ‘দ্য হোয়াইট টাইগার’। সাধারণত ছবি মুক্তির পরই জানা যায় সিনেমাটি কেমন হয়েছে। কিন্তু প্রিয়ঙ্কার ছবির ক্ষেত্রে রিভিউ জানা গেল ছবি মুক্তি পাওয়ার আগেই। তা-ও আবার খাস নিউ ইয়র্ক থেকে।
এর পুরো কৃতিত্ব অবশ্যই প্রিয়ঙ্কার স্বামী নিক জোনাসের। মুক্তির আগে তাঁর জন্যই ছবির বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করেছিলেন দেশি গার্ল। ফলও পাওয়া গেল হাতেনাতে। ছবি দেখে নিক জানালেন তাঁর অভিমত, সমাজমাধ্যমে জানালেন, ‘প্রস্তুত হোন, এই ছবি এতটাই আশ্চর্যজনক যে অবাস্তব বলেও মনে হতে পারে।’