Advertisement
E-Paper

শট শেষ, ভরা সেটে নার্গিসকে বার বার চুমু ইমরানের, কী অবস্থা হয়েছিল নায়িকার?

‘আজ়হার’ ছবিতে নার্গিস ফকরি এবং ইমরান হাশমির একাধিক চুম্বন দৃশ্য দেখেছিলেন দর্শক। কিন্তু নেপথ্যে কী ঘটেছিল জানেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১৭:৪৮
When Emraan Hashmi didn’t stop kissing Nargis Fakhri even after the scene was over

নার্গিসের সঙ্গে কী করেছিলেন ইমরান? ছবি: সংগৃহীত।

‘সিরিয়াল কিসার’ নামেই বলিউডে পরিচিত তিনি। বহু নায়িকার সঙ্গে তাঁর চুম্বন দৃশ্য এখনও ফিরে ফিরে আসে ইন্টারনেটে। জানেন কি চুমুর দৃশ্যে অভিনয় করতে গিয়ে এক কাণ্ড ঘটিয়েছিলেন অভিনেতা ইমরান হাশমি। ‘আজ়হার’ ছবির শুটিং করছিলেন তিনি। অভিনেত্রী নার্গিস ফকরির সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয়ের কথা ছিল তাঁর। চিত্রনাট্য মেনে রোল হয়েছিল ক্যামেরা। নার্গিসের সঙ্গে চুমুর দৃশ্যে শট দিতে গিয়েই ঘটে ঘটনা।

চুমু খেতে গিয়ে নার্গিসের সঙ্গে কী করেছিলেন ইমরান? সেই কাহিনিই এক সাক্ষাৎকারে শোনান অভিনেত্রী। নার্গিস বলেছিলেন, “আমাদের ছবি ‘আজ়হার’-এর পোস্টারের কথা ভাবুন। মনে পড়বে নিশ্চয় ইমরানের নকল গোঁফ ছিল। ওই নকল গোঁফ যে অন্য কারও গোপনাঙ্গের চুল নয়, সে বিষয়ে আমি তো নিশ্চিত ছিলাম না! আমি কিছুতেই তাই ইমরানকে চুমু খেতে পারছিলাম না। আর জানি না কেন শ্যুটিং-এ ইমরান আমায় একের পর এক চুমু খেয়ে যাচ্ছিল। আমার সে দিন খুব অস্বস্তি হয়েছিল।”

প্রাক্তন ভারতীয় অধিনায়কের জীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছিল এ ছবি। যেখানে সঙ্গীতা বিজলানির চরিত্রে দেখা গিয়েছিল নার্গিসকে। সেখানে অনেকগুলি চুম্বন দৃশ্য ছিল। প্রসঙ্গত, ২০০৩ সালে ‘ফুটপাথ’ ছবির হাত ধরেই বলিউডে নিজের সফর শুরু করেন ইমরান। তার পর ২০০৪ সালে ‘মার্ডার’ ছবি তাঁকে পরিচিতি দেয়। দেড় দশকের বেশি সময় ধরে বিভিন্ন নায়িকার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে দেখা গিয়েছে ইমরানকে। মল্লিকা শেরাওয়াত, জ্যাকলিন ফর্নান্ডেজ়, তনুশ্রী দত্ত, নার্গিস ফকরি-সহ বহু নামী নায়িকাকে পর্দায় চুম্বন করতে দেখা গিয়েছে তাঁকে।

একটি সাক্ষাৎকারে নার্গিস জানান, তিনি জানতেনই না যে এই ছবিতে এক-দু’বার নয়, পাঁচ বার ঠোঁটে ঠোঁট রাখতে হবে ইমরানের সঙ্গে। নার্গিস বলেন, “পাঁচ বার চুমু খাওয়ার কথা ছবির চুক্তিপত্রে ছিল না। আমি তো ভেবেছিলাম বাড়তি টাকা নেব পাঁচটা চুমুর জন্যে। আমি জানতাম, ইমরান মনে মনে খুব খুশি হয়েছে। যদিও মুখে বলেছে, ও কিছুই জানত না। আমি জানতাম ও মিথ্যে বলছে।”

Bollywood Scoop Emraan Hashmi Nargis Fakhri azhar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy