এখন তাঁকে দেখলে ‘বিনোদিনী’ নামেই সম্বোধন করেন অনেকে। ‘বিনোদিনী: একটি নটির উপাখ্যান’ ছবিতে নায়িকার অভিনয় নিয়ে বিপুল আলোচনা হয়েছে। তার পর ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির শুটিং শেষ করেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এর পর অবশ্য অভিনেত্রীর কোনও ছবির ঘোষণা হয়নি। তবে শোনা যাচ্ছে, রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘মনে মানে না’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে।
ক্যামিয়ো চরিত্র বলেই মনে করা হচ্ছে। কিন্তু গল্পে তা খুবই গুরুত্বপূর্ণ। শুটিং নাকি করেও ফেলেছেন নায়িকা। তবে তাঁকে ঠিক কী ভাবে দেখা যাবে তা এখনও জানা যায়নি। রাহুলের সঙ্গে রুক্মিণীর এমনিতে খুবই ভাল সম্পর্ক। তাঁর পরিচালিত ‘কিশমিশ’ ছবিতে নায়িকা হিসাবে দর্শক দেখেছেন। যে ছবির জন্য অনেকটা ওজন ঝরিয়েছিলেন অভিনেত্রী।
প্রতিটি চরিত্রের জন্য নিজেকে পুরোপুরি ভেঙে তৈরি করেন রুক্মিণী। আসন্ন ছবিতে অল্প সময়ের জন্য হলেও নায়িকাকে অন্য রকম ভাবেই দেখা যাবে। এমনই আলোচনা স্টুডিয়োপাড়ায়। তবে ছবির নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানানো হয়নি। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে চলেছে শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া চট্টোপাধ্যায়ের। শহরের বিভিন্ন অংশ জুড়ে হচ্ছে ছবির শুটিং।
হিয়ার বিপরীতে দেখা যাবে অভিনেতা ঋত্বিক ভৌমিককে। এটাই প্রথম বাংলা ছবিতে কাজ তাঁর। ঋত্বিককে এত দিন হিন্দি ওয়েব সিরিজ়ে দেখেছেন দর্শক। ‘খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ছবিতে তাঁর অভিনয় বিপুল প্রশংসিত হয়েছে। বাঙালি ছেলে হলেও মুম্বইয়েই বেড়ে ওঠা তাঁর। নতুন ছবি প্রসঙ্গে ঋত্বিক জানিয়েছিলেন, বাংলা ছবিতে কাজ করা নিয়ে খুবই উত্তেজিত তিনি।