শ্বেতা ভট্টাচার্য, সৌমিতৃষা কুণ্ডু, সৃজা দত্ত— একের পর এক নতুন নায়িকার সঙ্গে কাজ করেছেন অভিনেতা ও প্রযোজক দেব। প্রায় প্রতি বছরই নায়কের হাত ধরে দর্শক নতুন নায়িকা পেয়েছে বড় পর্দায়। টলিপাড়ায় ফিসফাস ২০২৫ সালেও তার অন্যথা হবে না।
এই বছরও নাকি নায়কের বিপরীতে দেখা যাবে আর এক নতুন মুখকে। গত বছরের শেষে নতুন নায়িকা ইধিকা পালের সঙ্গে জুটি বেঁধেছেন দেব। ‘খাদান’ ছবিতে দেব-ইধিকা জুটি হিট। এই বছরের শেষেও আসতে চলছে বড় চমক। যদিও এ বছর ‘প্রজাপতি ২’ মুক্তি পাবে কিনা, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়েছে।
‘প্রজাপতি ২’-এর নতুন নায়িকা জ্যোতির্ময়ী? ছবি: ইনস্টাগ্রাম।
এরই মধ্যে শোনা গিয়েছিল এই ছবিতে আবারও ইধিকার সঙ্গেই জুটিতে দেখা যাবে দেবকে। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে তেমনটা হচ্ছে না। বরং, টলিপাড়ার ফিসফাস ছোট পর্দার অন্য এক নায়িকাকে দেখা যাবে দেবের বিপরীতে। ‘পেখম’ নামেই তাঁকে চেনেন দর্শক। মাত্র একটি ধারাবাহিকেই তাঁকে দেখা গিয়েছে। শোনা যাচ্ছে, অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুকেই বেছে নেওয়া হয়েছে দেবের বিপরীতে।
মডেলিং দিয়ে তাঁর কেরিয়ার শুরু। তার পর প্রযোজক সুশান্ত দাসের মাধ্যমে ছোট পর্দায় হাতে খড়ি তাঁর। ‘বধূঁয়া’ ধারাবাহিকে রেজওয়ান রব্বানি শেখের সঙ্গে জুটিতে দেখা গিয়েছিল জ্যোতির্ময়ীকে। সেই ধারাবাহিক শেষ হওয়ার পর আর সে ভাবে পর্দায় দেখা যায়নি তাঁকে। শোনা যাচ্ছে, ‘প্রজাপতি ২’-এর নায়িকা হিসাবে বেছে নেওয়া হয়েছে অভিনেত্রীকে।
এখনও প্রযোজনা সংস্থার তরফে কিছু ঘোষণা করা হয়নি। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, কথাবার্তা অনেকটাই এগিয়েছে। প্রাথমিক ভাবে তাঁকেই মনোনীত করা হয়েছে।