তিনি হৃতিক রোশন! বলিউডের গ্রীক দেবতা! তাঁর প্রেমে না পড়ে থাকা যায় নাকি! সেই ‘কহো না প্যায়ার হ্যায়’ থেকেই তাই নারীহৃদয়ে পাকাপাকি বাস রাকেশ রোশনের পুত্রের। ‘ডুগ্গু’র প্রেমে হাবুডুবু খাওয়া নায়িকাদের সংখ্যাও নেহাত কম নয়। জানেন কি, সেই তালিকায় আছেন পূজা হেগড়েও?
পূজার প্রথম ছবি হৃতিকের সঙ্গেই। ‘মহেঞ্জোদাড়ো’। বক্স অফিসে সে ছবি তেমন শোরগোল ফেলতে না পারলেও নজর কেড়েছিল নায়ক-নায়িকার রসায়ন। কে জানত, সে রসায়নের শুরু ঢের আগে! জুটিতে নয়, এক তরফাই!