প্রতি সপ্তাহে টিআরপি-র ওঠা-পড়া লেগেই আছে। কোন সপ্তাহে কোন ধারাবাহিকের ভাগ্যে যে কী লেখা, তা আগে থেকে বলা কঠিন! তবে গত কয়েক সপ্তাহ ধরে টানা প্রথম স্থান ধরে রেখেছে ‘পরশুরাম আজকের নায়ক’। পুরনোদের ভিড়ে এখন তৃণা সাহা, ইন্দ্রজিৎ বসু জুটির জয়জয়কার। তবে এ সপ্তাহে প্রথম স্থানে রয়েছে আরও এক ধারাহাহিক। এ সপ্তাহে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৭। সেই একই নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে ‘ফুলকি’ ধারাবাহিকও। সদ্য ১০০ পর্ব পেরিয়েছে ‘পরশুরাম’। সঙ্গে উপরি পাওনা এই নম্বর। তবে এত বছরেও জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুকে নিয়ে বিন্দুমাত্র আগ্রহ কমেনি দর্শকের। উল্টে কাহিনির নতুন মোড় আরও কৌতূহল তৈরি করেছেন। জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা এখন গল্পে মুখ্য। গোটা ব্যবসার দায়িত্ব তার হাতে তুলে দিয়েছে কৌশিকী মুখোপাধ্যায়। চলছে টানটান উত্তেজেনা।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। তাদের প্রাপ্ত নম্বর ৬.৪। খুব বেশি নম্বরের ব্যবধান নেই। বরং গত দুই সপ্তাহে ভাল ফল করছে ‘পরিণীতা’ ধারাবাহিক। নায়ক-নায়িকার খুনসুটি, ঝগড়া দর্শককে টানে। কিছু দিন আগে প্রথম পাঁচ থেকে ছিটকে গেলেও গত দু’সপ্তাহ ধরে ফের প্রথম পাঁচে দেখা যাচ্ছে ‘পরিণীতা’র গল্প। এই সপ্তাহে তাদের নম্বর ৬.৩। তবে আগের চেয়ে পিছিয়ে পড়ছে ‘রাঙামতী তিরন্দাজ’। এক সপ্তাহ আগে প্রথম স্থানে জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক। কিন্তু এখন নম্বর কমেছে। এ সপ্তাহে ৬.১ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে রাঙামতী। প্রতিনিয়ত গল্পের পরিবর্তন হচ্ছে ‘চিরসখা’ ধারাবাহিকের। কমলিনী এবং স্বতন্ত্রের সমীকরণ আরও প্রিয় হয়ে উঠছে সকলের। প্রথম স্থান না পেলেও প্রথম পাঁচে নিজেদের জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক। চলতি সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৫.৯।