টিআরপি প্রতিযোগিতায় কোন সপ্তাহে যে পাশা উল্টে যায় তা বোঝা খুব কঠিন। একটানা বেশ কিছু সপ্তাহ ধরে প্রথম স্থানে ছিল ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকটি। কিন্তু ‘রাজরাজেশ্বরী ভবানী’র মহিমায় সাময়িক ভাটা পড়েছিল পরশুরামের জনপ্রিয়তায়। দুই সপ্তাহ পরে আবার পুরনো স্থান ফিরে পেয়েছে তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসুর অভিনীত ধারাবাহিক।
অভিনেতাদের মধ্যে কি টিআরপি নিয়ে প্রতিযোগিতা রয়েছে? ইন্ডাস্ট্রির অন্দরে কাউকে এই প্রশ্ন করলে নানা জনের নানা ধরনের মত শোনা যাবে। কারও কথায়, দর্শকের ভালবাসাই তাঁদের জন্য যথেষ্ট। কিন্তু নম্বর না থাকলে সেই ধারাবাহিক তিন মাসের মাথায় বন্ধ করার সিদ্ধান্ত নিতে বিন্দুমাত্র ভাবে না চ্যানেল কর্তৃপক্ষ। চলতি সপ্তাহে ৭.১ পেয়ে প্রথমে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। আর ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ পেয়েছে ৬.৬। নম্বর বেড়েছে ‘চিরসখা’ ধারাবাহিকেরও। তারাও পেয়েছে ৬.৬।
একটা সময় টানা টিআরপি তালিকায় প্রথম তিনে দেখা যেত শুধুই জ়ি বাংলার ধারাবাহিক। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যায় অভিনেতাদের মধ্যে প্রতিযোগিতা যেমন আছে, তেমনই রয়েছে দুই চ্যানেলের রেষারেষিও। বর্তমানে জ়ি বাংলার ধারাবাহিকের থেকে অনেকটাই এগিয়ে আছে স্টার জলসার ধারাবাহিক।
তিন নম্বরে নেমে এসেছে জ়ি বাংলার ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। প্রায় তিন বছর ধরে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুর ওঠাপড়ার সাক্ষী দর্শক। প্রজন্ম বদলেছে। গল্প নিয়েছে অন্য মোড়। নতুন কাহিনি কি উত্তেজনা খানিক কমিয়ে দিয়েছে ধারাবাহিকপ্রেমীদের? টিআরপি নম্বর এমন অনেক প্রশ্নই তোলে। এই সপ্তাহে তারা পেয়েছে ৬.৫। ‘পরিণীতা’ র নম্বর আগের চেয়ে বেড়েছে। তাদের প্রাপ্ত নম্বর ৬.৪। তবে গত কয়েক সপ্তাহ ধরে নিজেদের জায়গা একই ভাবে ধরে রেখেছে ‘রাঙামতী তিরন্দাজ’। ৬.২ পেয়ে এই সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে রাঙামতীর কাহিনি।