হারানো জায়গা ফিরে পেল ‘পরশুরাম আজকের নায়ক’! তটিনী আর পরশুরামের জুটিকে প্রথম দিন থেকে ভালবাসা দিয়েছে দর্শক। কিন্তু মাঝে অনেকটাই পিছিয়ে পড়েছিল এই ধারাবাহিক। এই সপ্তাহেও প্রায় সব কাহিনির নম্বর একধাক্কায় অনেকটা কমেছে। পরশুরাম প্রথম পাঁচে উঠে এলেও হয়েছে অনেক রদবদল। প্রথম পাঁচে আছে কারা?
এই সপ্তাহেও প্রথম স্থানে রয়েছে ‘পরিণীতা’। কিন্তু আগের চেয়ে নম্বর অনেক কম। ৬.১ পেয়ে প্রথমে রয়েছে এই ধারাবাহিক। একই স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। তাদের প্রাপ্ত নম্বরও ৬.১। এই নম্বর দেখে টলিপাড়ার একাংশের প্রশ্ন, তা হলে কি দর্শক এখনও পুজোর আমেজ থেকে বেরোতে পারেনি? এই সপ্তাহে দ্বিতীয় স্থানেও রয়েছে দুটি ধারাবাহিক। ‘চিরদিনই তুমি যে আমার’ আর ‘পরশুরাম আজকের নায়ক’। আগের সপ্তাহে প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়ছিল শিবপ্রসাদ আর তটিনীর কাহিনি। তবে এই সপ্তাহেও যে তারা খুব বেশি নম্বর পেয়েছে তা নয়। এমনকি দিতিপ্রিয়া রায় ও জীতু কমলের ধারাবাহিকের নম্বরও কমেছে। দুই ধারাবাহিকই এই সপ্তাহে পেয়েছে ৫.৯।
আর তৃতীয় স্থানে আছে ‘ফুলকি’। শুরুর দিন থেকে প্রথম পাঁচে নিজেদের জায়গা ধরে রেখেছে এই গল্প। তারা পেয়েছে ৫.৬। নম্বর বেড়েছে ‘আমাদের দাদামণি’র। আগের সপ্তাহে পঞ্চম স্থানে ছিল এই কাহিনি। এই বার চতুর্থ স্থানে রয়েছে এই গল্প। ‘রাঙামতী তিরন্দাজ’ আগের সপ্তাহে ভাল ফল না করলেও এই সপ্তাহে রয়েছে চতুর্থ স্থানে। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৫। বহু দিন পর শিকে ছিঁড়ল ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’র। ৫.২ পেয়ে টিআরপি তালিকায় পঞ্চম স্থানে রয়েছে এই কাহিনি।