Advertisement
E-Paper

জামাইষষ্ঠী এলেই টলিপাড়ায় চর্চা শুরু! কবে বিয়ের পিঁড়িতে বসবেন বিক্রম, ঋদ্ধি, রণজয়রা?

জামাইষষ্ঠী মানেই বিবাহিতদের উদ্‌যাপন। টলিপাড়াও তার বাইরে নয়। তবে এই উদ্‌যাপনে ‘এলিজেবল ব্যাচেলর’দের প্রতি বার একটাই প্রশ্ন শুনতে হয়...

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৮:০৫
জামাইষষ্ঠীতে চর্চায় বাংলার এই চার অভিনেতা?

জামাইষষ্ঠীতে চর্চায় বাংলার এই চার অভিনেতা? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এঁরাই নাকি টলিপাড়ায় ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’? বছরভর এঁদের কবে বিয়ে, তাই নিয়ে অনুরাগীদের মাথাব্যথার অন্ত নেই। জামাইষষ্ঠী এলে তো কথাই নেই! নতুন করে সকলের মনে পড়ে, কবে বিয়ের পিঁড়িতে বসবেন বিক্রম চট্টোপাধ্যায়, রণজয় বিষ্ণু, ঋদ্ধি সেন, শন বন্দ্যোপাধ্যায়েরা?

এই চারমূর্তিই বা কী ভাবেন এই দিনটায়? তাঁদেরও কি এই দিনটা এলে আফসোস জাগে? মনে হয়, ইস, যদি বিয়েটা করেই নিতেন তা হলে এ দিন শ্বশুরবাড়িতে কী আদরযত্নই না জুটত?

আনন্দবাজার ডট কম এর আগে বিয়ে নিয়ে কথা বলেছে বিক্রমের সঙ্গে। চলতি মাসে মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘রাস’। সেখানে তিনি রোমান্টিক নায়ক। বাস্তবে ৩৮ বছর বয়সি নায়ক বিয়ে নিয়ে কী ভাবছেন? বিক্রম জানিয়েছেন, তিনি বিয়ে নিয়ে এখনই তেমন কিছু ভাবছেন না। অভিনয় জগতে নিজেকে আরও প্রতিষ্ঠিত দেখতে চান। তার পর প্রেম-বিয়ে নিয়ে ভাববেন।

রণজয় প্রশ্ন শুনেই হেসে ফেলেছেন। পাল্টা প্রশ্নও রেখেছেন, “সত্যিই কি এই আলোচনা কেউ করেন?” যদি কেউ এ রকম প্রশ্ন সরাসরি অভিনেতাকে করেনও, তা হলে কী উত্তর দেবেন তিনি? বছর সাঁইত্রিশের নায়কের সাবলীল জবাব, “জামাইষষ্ঠীর দিন এলে কোনও আফসোসে ভুগি না। মনেও হয় না, কেন বিয়ে করলাম না! এই বেশ ভাল আছি।” গুঞ্জন, প্রেমে আছেন রণজয়। ছোট পর্দার নায়িকা শ্যামৌপ্তী মুদলি আর তিনি সম্পর্কে। শীঘ্রই কি এই প্রেম পরিণতি পাবে? জবাব এড়িয়ে গিয়েছেন তিনি, “কারও সঙ্গেই এখনই বিয়ের কোনও সম্ভাবনা নেই”, বক্তব্য তাঁর।

ঋদ্ধি সেন-সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। দুই বাড়ি থেকেই জানে, আজ না হয় কাল, বিয়ের পিঁড়িতে বসবেন এই যুগল। তা হলে কি বিয়ের আগেই জামাইষষ্ঠীতে ‘জামাই’ আদর পান অভিনেতা? জানতে চাইতেই হেসে ফেলেছেন তিনিও। বিনীত জবাব দিয়েছেন, “না না, আমার সঙ্গে সে রকম কিছু হয় না।” তা হলে নিশ্চয়ই পরিবার থেকে তাড়া দেয়, এ বার বিয়েটা করেই ফেল? তেমনটাও বলা হয় না ঋদ্ধিকে! তা হলে কি অভিনেতা এখনই বিয়ের পিঁড়িতে বসবেন না? অল্প হেসে উত্তর দিয়েছেন, “সে তো হবেই একদিন না একদিন। কবে হবে, এখনই বলতে পারছি না। ভাবনাচিন্তা রয়েছে। দিন স্থির হলে সকলেই জানাব।”

রইলেন বাকি শন। সুপ্রিয়া দেবীর নাতি যখন প্রথম রুপোলি পর্দায় আসেন তাঁকে ঘিরে গুণমুগ্ধাদের বন্যা! উচ্চতা, শারীরিক গঠন তো রয়েইছে। সর্বোপরি তিনি এমন এক পরিবারের যেখানে উত্তমকুমারের অধিষ্ঠান ছিল। স্বাভাবিক ভাবেই শনকে নিয়ে গুঞ্জন এবং মুগ্ধতা সব বয়সের নারীর। এ সব কথা শুনলেই যদিও তিনি হেসে উড়িয়ে দেন। নয়তো এড়িয়ে যান। বলেন, “হ্যাঁ, আমার কানেও আসে এ সব কথা। কিন্তু প্রেম আসে না!” শন কি সচেতন ভাবে প্রেম, বিয়ে এড়িয়ে চলেন? অভিনেতার দাবি, তিনি জোর করে কোনও কিছুর পক্ষপাতী নন। যখন সময় আসবে সব কিছুই আপনা থেকে হবে।

Vikram Chatterjee Ranojoy Bishnu Riddhi Sen Sean Banerjee Jamai Sasthi 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy