Advertisement
E-Paper

বসন্তে সাদাই সেক্সি!

আপনি হয়তো দীপিকা- বিপাশা নন। কিন্তু সাদা পরলে আপনার সেক্স অ্যাপিলও আটকায় কে? লিখছেন স্বরলিপি ভট্টাচার্য চৈতি হাওয়ায় চেনা ফুটপাথে শুরু হয়েছে লাল শিমুলের এলোপাথাড়ি দৌড়। মেট্রোর কেজো ভিড়ে ঘেমো গন্ধ যেন আসন্ন গরমের ট্রেলর। তায় ভোটের বাদ্যি বেজেছে। তাই শহর জুড়ে এখন একটাই ক্যানভাস। আর তা রঙিন নয়।

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৬ ০১:০৭

চৈতি হাওয়ায় চেনা ফুটপাথে শুরু হয়েছে লাল শিমুলের এলোপাথাড়ি দৌড়। মেট্রোর কেজো ভিড়ে ঘেমো গন্ধ যেন আসন্ন গরমের ট্রেলর। তায় ভোটের বাদ্যি বেজেছে। তাই শহর জুড়ে এখন একটাই ক্যানভাস। আর তা রঙিন নয়। বিলকুল সাদা। আশ্চয্যি কি জানেন, এই বাজারে মদনদেবও সাদা রঙই পছন্দ করছেন। এতদিন তিনি লাল-কালোকে দিব্যি পছন্দ করতেন। তবে এ বার স্বাদ বদল। তাই সেক্সের রঙ এ বার সাদা।

ডিজাইনার্স কর্নার

সাদা পোশাকে যে তুমুল সেক্সি হয়ে ওঠা যায় তা একবাক্যে মানছেন তিলোত্তমার অন্যতম ডিজাইনার শুচিস্মিতা দাশগুপ্ত। তাঁর সাজেশন, এই গরমে রেগুলার রুটিনে সাদা সেক্সি কটন শার্ট পরুন ডেনিম বা জিনসের সঙ্গে। তবে মনে রাখবেন, ফিটিংস যেন ঠিক থাকে। কখনও যেন বস্তার মতো দেখতে না লাগে। ফর্মাল লাঞ্চ হোক বা বিয়েবাড়ি— বেছে নিন সাদা কটন বা লিনেন শাড়ি। যে কোনও ডিপ কাটিং ব্লাউজ এর সঙ্গে দারুণ মানাবে। শুধু সকাল বা রাতের অনুষ্ঠানের জন্য বদলে নিতে হবে অ্যাকসেসরিজ। মোস্ট ভার্সেটাইল কালারের বিশেষণটা সাদার সঙ্গেই যায়। তাই গরমে হট লুক পেতে মিথ ভেঙে সাদার সঙ্গে শুরু হোক শরীরী খেলা।

স্টাইলিস্ট জোন

স্টাইলিস্ট হিসেবে কেরিয়ার শুরু করা অভিষেক নাইয়া এখন ডিজাইনিংও করছেন। তাঁর কথায়, ‘‘আলোর রঙ সাদা। বলতে পারেন মাদার অফ কালার্স হল সাদা। তাই সেক্সের সঙ্গেও যে সাদার ডিরেক্ট রিলেশন রয়েছে তা অস্বীকার করার কোনও জায়গা নেই। শুধু লাল বা কালোর মতো বোল্ড রঙ নয়, এখন সাদাও সেক্স সিম্বল।’’ কিন্তু সাদা কী ভাবে আরও সেক্সি করবে আপনাকে? অভিষেকের পরামর্শ-

১) রাউন্ড নেক, হাঁটু পর্যন্ত ঝুলের ক্যাম্বিক কটন বা কটন মলমলের কুর্তার সঙ্গে কটন প্রিন্টেড ট্রাউজার্স পরুন।

২) ওয়ার্ড্রোবে রাখুন সাদার ওপর প্রিন্ট, স্ট্রাইপস, চেকস-এর কম্বিনেশন। সঙ্গে ট্রাই করুন বেলবটম অথবা পালাজো প্যান্ট।

৩) ছেলেরা বেজরঙা ট্রাউজারের সঙ্গে অ্যাপেল হোয়াইট বা ক্রিম হোয়াইটের ক্যাম্বিক কটনের শর্ট কুর্তা পরতে পারেন।

৪) গরমের কথা মাথায় রেখে সেমি ট্রান্সপারেন্ট মেটিরিয়াল দিতে পারে আইডিয়াল সেক্সি লুক।

সেক্সি সাদায় কন্যের সাজ সাজেশন

সাদার লাস্যে পুরুষদের মদনবাণে বিদ্ধ করতে আপনি রেডি তো? সে আপনি ২১-এর কলেজ পড়ুয়া তন্বী হোন বা ৪১-এর কর্পোরেট গিন্নি— সকলেরই তো কোনও না কোনও সময় সেক্সি হতে মন চায় বলুন! কিন্তু বাইরে বেরোনোর আগে সাদা পোশাকের সঙ্গে কী ভাবে সাজবেন তার লেটেস্ট ট্রেন্ডে একবার চোখ বুলিয়ে নিন। গরমটা এনজয় করুন হালকা প্রিন্টেড জুতোয়। চুলে হাইলাইট করে হালকা টপ নট বা বান করে নিন। আর পারফেক্ট সেক্সি লুকের জন্য ন্যুড মেকআপ মাস্ট।

সেক্সি ডেট

বো ব্যারাকের মারিয়া যে দিন সাদা গাউন পরে চার্চে ঢোকে জোসেফের হাত ধরতে ঠিক সে দিনই শ্যামবাজারের মিনতি মাসিও হাতের শাঁখা-পলা ভেঙে, কপালের সিঁদুর মুছে সাদা থান গায়ে জড়িয়ে নেন। একই দুনিয়ায় একজন মদন বাণে বিদ্ধ হওয়ার সোশ্যাল ছাড়পত্র পেলেন, অন্যজন কোট আনকোট সমাজের রুলবুকে মদনদেবকে ভুলে যাওয়ার প্র্যাকটিস শুরু করলেন। সেই সাদাই তাদের আসা যাওয়ার মাঝের রাস্তাটা এক করে দিল। তাই লাল-কালো কারেন্ট সামারে ব্যাকডেটেড, সাদাই এখন চলতি হাওয়ায় নয়া সেক্সের ডেট!

spring white colour lifestyle Swaralipi Bhattacharyya
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy