Advertisement
E-Paper

‘তিনি তো বয়স্ক’, করিনাকে নিয়ে বেফাঁস মন্তব্য পাকিস্তানী অভিনেতার, ধেয়ে এল কটাক্ষ

করিনার সঙ্গে তাঁকে পর্দায় দেখতে চান অনুরাগী। কিন্তু পাকিস্তানী অভিনেতা খাকান শাহনওয়াজ় সমালোচিত হয়েছেন তাঁর মন্তব্যার জন্য।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৭:০৪
Who is Khaqan Shahnawaz all about Pakistani actor being slammed for age shaming Kareena Kapoor Khan

(বাঁ দিকে) করিনা কপূর খান। খাকান শাহনওয়াজ় (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

করিনা কপূর খানকে নিয়ে মন্তব্য করে বিপাকে পাকিস্তানী অভিনেতা খাকান শাহনওয়াজ়। অভিনেতার মন্তব্যকে ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। করিনার অনুরাগীরাও সমাজমাধ্যমে খাকানের উদ্দেশে ছুড়ে দিয়েছেন কটাক্ষ।

সম্প্রতি পড়শি দেশের একটি অনুষ্ঠানে খাকানের উদ্দেশে এক অনুরাগী বলেন যে, তিনি করিনার বিপরীতে খাকানকে দেখতে ইচ্ছুক। উত্তরে খাকান বলেন, ‘‘হ্যাঁ, সেটা করতেই পারি। তিনি তো আমার থেকে অনেকটাই বয়সে বড়। তাই আমি তাঁর ছেলের চরিত্রে অভিনয় করতেই পারি।’’ এর পরেই অভিনেতাকে সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হতে হয়। করিনার অনুরাগীদের দাবি, খাকান তাঁকে অপমান করেছেন। এক অনুরাগীর কথায়, ‘‘কোনও অভিনেত্রীকে তাঁর বয়স নিয়ে অসম্মান করা উচিত নয়।’’ অন্য একজন লেখেন, ‘‘খাকান কে! তিনি কোন যুক্তিতে করিনা প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য করেন!’’

উল্লেখ্য, ২৭ বছর বয়সি খাকান একজন মডেল অভিনেতা এবং সমাজমাধ্যম প্রভাবী। অভিনেত্রী মাহিরা খান প্রযোজিত ‘বারওয়া খিলাড়ি’ ওয়েব সিরিজ়ে অভিনয় করে তিনি প্রচারের আলোয় আসেন। তবে করিনা প্রসঙ্গে কটাক্ষের জবাবে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি খাকান।

Kareena Kapoor Khan Bollywood Actress Pakistani actor Trolling Disrespect Khaqan Shahnawaz
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy