Advertisement
E-Paper

‘জুন আন্টি’-ই অনুপ্রেরণা মিশকার! ‘অনুরাগের ছোঁয়া’র খলনায়িকার মুখোমুখি আনন্দবাজার অনলাইন

‘অনুরাগের ছোঁয়া’ তাঁর জীবনের প্রথম সিরিয়াল। মিশকার চরিত্রে অভিনয়ের আগে কোথাও প্রশিক্ষণ নেননি খলনায়িকা অহনা দত্ত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৩ ১৯:০৩
Who is the inspiration of Star Jalsha Serial Anurager Chhowa’s villain Mishka

পর্দায় এত দুষ্টুমি, কিন্তু বাস্তবে মিশকা ওরফে অহনা দত্ত ঠিক কেমন? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন। ছবি: ইনস্টাগ্রাম।

দীপা আর সূর্যকে আর কী কী ভাবে সমস্যায় ফেলা যায়, সেই পরিকল্পনাই সব সময় চালিয়ে যাচ্ছে মিশকা। তাঁর সৌন্দর্যেই সে সব কিছু জয় করবে। ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের মিশকাকে মোটে পছন্দ নয় দর্শকের। নায়ক-নায়িকার বিরুদ্ধে এত ষড়যন্ত্র করলে কারও কি ভাল লাগবে? পর্দায় এত দুষ্টুমি, কিন্তু বাস্তবে মিশকা ওরফে অহনা দত্ত ঠিক কেমন? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।

অহনা কলকাতারই মেয়ে। দমদমে বাড়ি তাঁর। ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। অনেকগুলো কাজে অডিশন দিয়েছেন। ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের সুযোগটা আচমকাই আসে। পড়াশোনা করতে করতেই অভিনয়ের শুরু। বর্তমানে দ্বিতীয় বর্ষের ছাত্রী তিনি।

আনন্দবাজার অনলাইনকে অহনা বলেন, “আমি সোনার চামচ মুখে দিয়ে জন্মাইনি। নিজে পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছি। খলনায়িকা হিসাবে শুরুটা হবে ভাবিনি।” বাংলা সিরিয়ালে একাধিক জনপ্রিয় খলনায়িকার চরিত্রের মধ্যে সবচেয়ে প্রিয় চরিত্র কী অহনার? তিনি বলেন, “আমার প্রিয় হল ‘জুন আন্টি’। ঊষসীদির সঙ্গে দেখা হয়েছিল এক বার, তাঁকে বলেছিলাম। খলনায়িকা হিসাবে জুন আন্টিই আমার অনুপ্রেরণা। অনেক কিছু শিখেছি তাঁকে দেখে। আশা করি, আমার চরিত্রটাও এতটা জনপ্রিয়তা পাবে আগামী দিনে।”

Bengali Serial TV Actress Villain
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy