Advertisement
E-Paper

কব্জিতে বেলের মালা, সুন্দরী-রহস্যময়ী সঙ্গিনী! প্রেমের ময়দানে পা রাখলেন অক্ষয়-পুত্র আরভ?

রহস্যময়ীর সঙ্গে আরভ শুধুই সময় কাটিয়েছেন তেমন নয়, এক সঙ্গে গাড়িতে এসেওছেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১৬:৫১
ইদের পার্টিতে আরভ ভাটিয়ার সঙ্গে সিমার ভাটিয়া?

ইদের পার্টিতে আরভ ভাটিয়ার সঙ্গে সিমার ভাটিয়া? ছবি: সংগৃহীত।

শুক্রবার রাত থেকে একটি ভিডিয়ো ভাইরাল। বলিউডে চাপা গুঞ্জন। অক্ষয় কুমারের ছেলে প্রেম করছেন? হুমা কুরেশির ইদ পার্টিতে তাঁর সারা ক্ষণের সঙ্গিনী কে? আপাতত এটাই ‘টক অফ দ্য টাউন’। তার কারণও আছে। এক রহস্যময়ী সুন্দরীকে নিয়ে এ দিন পার্টিতে যোগ দেন অক্ষয়-পুত্র আরভ ভাটিয়া। পুরো সময় এক সঙ্গে কাটাতে দেখা যায় দু’জনকে। এখানেই শেষ নয়, ওই সুন্দরী আরভের সঙ্গে একই গাড়িতে অনুষ্ঠান বাড়িতে আসেন!

কে এই সুন্দরী? আরভের সঙ্গে কী সম্পর্ক তাঁর? ইনিই কি তা হলে অক্ষয় কুমার-টুইঙ্কল খন্নার হবু বৌমা? না হলে এক গাড়িতে পার্টিতে আসেন কী করে?

কৌতূহল মাথাচাড়া দিলেও উত্তর যথারীতি মেলেনি। তবে আরভ এ দিন সঙ্গিনীকে নিয়ে যথেষ্ট সপ্রতিভ ভাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সে দিকটিও কারও নজর এড়ায়নি। কালো রঙের পাঞ্জাবিতে আরভ ভীষণ ঝকঝকে। হাতে জড়ানো ছিল বেলফুলের মালা। গাড়িতে তাঁর পাশে রহস্যময়ী লাল সালোয়ার-কামিজের সুন্দরী। উভয়ে হাসিমুখে ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দেন! তখনও কোনও জড়তা নেই তাঁদের মধ্যে।

এর পর ইদের উপহার নিয়ে উভয়ে গাড়ি থেকে নামেন। মেয়েটি আগে আগে, তাঁকে অনুসরণ করে পার্টিতে পা রাখেন আরভ। দেখে উপস্থিত আমন্ত্রিতদের মত, হাসি থেকে শরীরের গড়ন— সবেতেই যেন আরভ তাঁর বাবা অক্ষয় কুমারের ছায়া! পরে দু’জনের ছবি, ভিডিয়ো ভাইরাল হতেই মন্তব্য বাক্সে কিছু জনের বক্তব্য, আরভের সঙ্গিনী সম্ভবত তাঁর তুতো বোন সিমার ভাটিয়া। অক্ষয়ের বোন অলকা ভাটিয়ার মেয়ে। ভাই-বোন একসঙ্গে এসেছিলেন হুমা কুরেশির পার্টিতে।

Aarav Kumar Akshay Kumar Huma Qureshi EID 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy