আমিষ ছেড়ে অনেক অভিনেতা-অভিনেত্রীই নিরামিষাশী হয়ে যাচ্ছেন। সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়। একসময় শুধুই চিকেন স্যুপ ছিল তাঁর প্রিয় খাবার। এখন মাছ, মাংস দেখলেই নাকি তাঁর অস্বস্তি শুরু হয়! তাই এই সব ধরনের খাবার থেকে দূরে অভিনেত্রী। হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলেন দেবচন্দ্রিমা? আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী জানিয়েছেন, এত বছর পর তিনি উপলব্ধি করেছেন, পশুহত্যা করা একেবারেই ঠিক নয়। খুব বেশি দিন হয়নি নিজের খাদ্যাভ্যাস পরিবর্তন করেছেন তিনি। গত চার-পাঁচ মাস হল মাছ, মাংস থেকে দূরে তিনি। তবে নিজেকে একেবারে নিরামিষাশী বলতে নারাজ অভিনেত্রী। কারণ ডিম খাওয়া এখনও ছাড়তে পারেননি।
আনন্দবাজার ডট কমকে দেবচন্দ্রিমা বললেন, “কাউকে অনুসরণ করে মাছ-মাংস খাওয়া ছেড়েছি, এমনটা নয়। কোনও আধ্যাত্মিক কারণও নেই। আমার সত্যিই আর ইচ্ছা করে না এ সব খাবার খেতে। চার মাসের বেশি হয়ে গেল খাচ্ছি না। ছোটবেলা থেকে কোনও দিনই পাঁঠার মাংস খেতে ভালবাসি না। মাছও খুব খেতাম না।” বাড়িতে তাঁর দুই আদরের পোষ্য রয়েছে। তাঁদের নিজের হাতে বড় করছেন দেবচন্দ্রিমা। ওদের সঙ্গে সময় কাটানোর পর পশুহত্যার কথা আরও বেশি করে ভাবায় অভিনেত্রীকে।
দেবচন্দ্রিমা বললেন, “ডিম এখনও খাই। ওটা ছাড়িনি। কিন্তু চিকেন খাওয়া পুরো বন্ধ করে দিয়েছি। কিছু দিন আগে পর্যন্ত চিকেন স্যুপ ছাড়া আমার চলত না। এখন আর ইচ্ছাই করে না।” তা হলে রোজ তাঁর ডায়েটে কী ধরনের খাবার থাকছে? আপাতত ডিম, পনির আর ডালই দেবচন্দ্রিমার প্রধান খাদ্য। আগামী দিনে আবার মাছ বা চিকেন খাওয়ার ইচ্ছা তৈরি হবে কি না তা এখনই বলতে পারছেন না অভিনেত্রী।