Advertisement
E-Paper

নন্দনে প্রাইম টাইম শো পেলেন উত্তমকুমার, নতুন ছবির সঙ্গে পাল্লা দিচ্ছেন! কেন এই পদক্ষেপ?

বিষয়টি সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল নন্দন কর্তৃপক্ষের সঙ্গে। কী বলছেন তাঁরা?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১৫:১০
এই প্রজন্মও কি উত্তমকুমারের কাছে ফিকে?

এই প্রজন্মও কি উত্তমকুমারের কাছে ফিকে? ছবি: সংগৃহীত।

চলতি সপ্তাহে চারটি ছবি মুক্তি পেয়েছে। ‘ডিপ ফ্রিজ’, ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’, ‘পুলিশ’, ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’। এ ছাড়াও রয়েছে গত সপ্তাহে মুক্তিপ্রাপ্ত ছবি ‘রান্নাবাটি’, দীপাবলির সময়ে মুক্তি পাওয়া ‘স্বার্থপর’। তার মধ্যেই নন্দনে রমরমিয়ে উত্তমকুমারের তিনটি ছবি দেখানো হচ্ছে!

নন্দনে চলছে উত্তমকুমারের ‘পুষ্পধনু’, ‘এখানে পিঞ্জর’, ‘ছিন্নপত্র’। তার মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় ছবিটি প্রাইম টাইম শো-ও পেয়েছে! ছবি দুটো দেখানো হচ্ছে যথাক্রমে বিকেল সাড়ে তিনটে এবং সন্ধ্যা ছ’টা। অন্য দিকে, নতুন ছবির মধ্যে প্রাইম টাইম শো পেয়েছে একমাত্র ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’। প্রাইম টাইম শো না পাওয়ায় ইতিমধ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন জাতীয় সম্মান পাওয়া ‘ডিপ ফ্রিজ’-এর পরিচালক অর্জুন দত্ত।

উত্তমকুমারের মৃত্যুদিন এবং জন্মদিন যথাক্রমে ২৪ জুলাই, ৩ সেপ্টেম্বর। সে সব অতিক্রান্ত। নতুন বা গত সপ্তাহে মুক্তি পাওয়া ছবি না দেখিয়ে হঠাৎ কেন উত্তমকুমারের ছবি দেখানো হচ্ছে নন্দনে? কেমনই বা টিকিট বিক্রি হচ্ছে তিনটি ছবির?

খোঁজ নিতে আনন্দবাজার ডট কম যোগাযোগের চেষ্টা করেছিল নন্দনের ভারপ্রাপ্ত আধিকারিক শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাঁর ফোন বেজে গিয়েছে। সূত্রের খবর, শুক্রবার মুক্তি পাওয়া চারটি ছবির মধ্যে দু’টি ছবি নন্দনে দেখানোর জন্য জমা পড়েছিল। সেই দু’টি হল ‘ডিপ ফ্রিজ’, ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’। ‘পুলিশ’, ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ ছবি দু’টি জমা পড়েনি। তাই নতুন দু’টি ছবির সঙ্গে কোয়েল মল্লিকের ছবি ‘স্বার্থপর’-এর পাশাপাশি উত্তমকুমারের তিনটি ছবি নন্দনে এক সপ্তাহের জন্য জায়গা করে নিয়েছে।

টিকিট বিক্রি প্রসঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছিল দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জয়াশিস ঘোষের সঙ্গেও। তিনিও মুখে কুলুপ এঁটেছেন। তবে নন্দনের তরফ থেকে জানা গিয়েছে, প্রথম দিনেই টিকিট বিক্রির পরিমাণ বলা সম্ভব নয়। একই সঙ্গে সেই পরিসংখ্যান দেখে এ-ও বোঝা যায় না, সপ্তাহের বাকি দিন কেমন দর্শক হবে। তবে মৃত্যুর ৪৫ বছর পরেও উত্তমকুমারের ছবি বক্সঅফিসকে হতাশ করে না, এ বিষয়ে নন্দন কর্তৃপক্ষের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তার উপরে আগামী বছর অভিনেতা ১০০ বছরে পা দিতে চলেছেন। প্রয়াত খ্যাতনামীর এ বছরের জন্মদিন থেকেই তার উদ্‌যাপন শুরু হয়ে গিয়েছে রবীন্দ্রসদনে। ২০২৬ সালের ৩ সেপ্টেম্বর পর্যন্ত নানা অনুষ্ঠানের আয়োজন করবে নন্দন। ছবি দেখানো হবে উত্তমকুমারের। সেই ভাবনা থেকেই সম্ভবত এই পদক্ষেপ।

উত্তমকুমারের দু’টি ছবির প্রাইম টাইম শো-এর মধ্যে একটি কি অর্জুনের ছবি পেতে পারত না? কিংবা, সদ্য গত সপ্তাহে মুক্তিপ্রাপ্ত প্রতীম ডি গুপ্তের ‘রান্নাবাটি’ কি এ সপ্তাহেও রাখা যেত না? কারণ, ছবিটি দেখতে দর্শক ভিড় জমাচ্ছেন, এমনই জানিয়েছে ‘রান্নাবাটি’র টিম।

এই প্রশ্নের অবশ্য সদুত্তর মেলেনি। আনন্দবাজার ডট কম-এর কাছে এই প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়েছেন অর্জুন। তাঁর কথায়, “‘জাতীয় পুরস্কার’-এর মতো সম্মানও তা হলে প্রাইম টাইম শো পাওয়ার জন্য যথেষ্ট নয়?” তাঁর স্পষ্ট প্রশ্ন, নন্দন শহরের সংস্কৃতির পীঠস্থান। সেখানে যদি পরিচালকেরা নিজেদের প্রমাণ করার সুযোগ না পান, তা হলে কোথায় নিজেদের প্রমাণ করবেন?

Uttam Kumar Arjunn Dutta Ram Kamal Mukherjee Deep Fridge
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy