এ দেশে দুরন্ত সাফল্য। বিদেশেও হইচই। বিশ্ব জুড়ে শোরগোল ফেলে দিয়েছে এস এস রাজামৌলির ছবি ‘আরআরআর’। এ বার আমেরিকায় ১০০টি প্রেক্ষাগৃহে নতুন করে মুক্তি পাচ্ছে রামচরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভট্ট, অজয় দেবগণ অভিনীত এই বিপুল বাজেটের ছবি। এবং ‘আনকাট’ সংস্করণে। আর তাতেই বেজায় চটেছেন ভারতীয় ভক্তরা।
এ দেশে ‘আরআরআর’-অনুরাগীদের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রে ছবির যে সংস্করণ মুক্তি পেতে চলেছে, তাতে বাড়তি কী আছে? রেগেমেগে অনেকেই বলছেন, ‘‘ভারতীয় ছবি, ভারতে মুক্তি পেল কেটেছেঁটে! আর আমেরিকায় দেখা যাবে পুরোটা! এ কেমন কথা? আমরা কী দোষ করলাম?’’