Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

৩০ নভেম্বর ২০২১ ই-পেপার

ফারহানের পরিচালনায় সলমন?

দীক্ষা দত্ত
মুম্বই ২৫ ডিসেম্বর ২০১৯ ০০:০১
সলমন ও ফারহান।

সলমন ও ফারহান।

তাঁরা কখনও এক ছবিতে কাজ করেননি। তবে তাঁদের সম্পর্কের বুনিয়াদ গড়েছিলেন তাঁদের বিখ্যাত বাবারা। কথা হচ্ছে, সলমন খান এবং ফারহান আখতারের। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, সলমনের বাড়িতে ছবির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন ফারহান। যদিও এই প্রথম বার নয়। তবে এ বারের ছবিটি চূড়ান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

সত্তরের দশকের নামকরা জুটিদের মধ্যে অন্যতম ছিল সেলিম-জাভেদের জুটি। তাঁদের হাউস থেকেই বেরিয়েছে ‘শোলে’, ‘জঞ্জির’, ‘ডন’-এর মতো হিট। একটা সময়ে তাঁদের জুটি ভেঙে যায়। তা-ও প্রায় ৩৭ বছর আগে। একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাঁদের পরবর্তী প্রজন্মকেও। যদিও সলমন এবং ফারহানের মধ্যে সুসম্পর্ক আছে বলেই শোনা যায়। ফারহানকে ভাইয়ের মতো মনে করেন সলমন। ভাইজান সম্পর্কেও ফারহানকে কখনও কুকথা বলতে শোনা যায়নি। এর আগে নাকি সলমনের কাছে দু’টি ছবির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন ফারহান। তবে তা বাস্তবায়িত হয়নি।

এ বারের ছবিটি বায়োপিক বলে শোনা যাচ্ছে। সলমন নাকি সেখানে বিএসএফ জওয়ানের চরিত্রে অভিনয় করবেন। ছবির পরিচালনা ও প্রযোজনায় ফারহান। আপাতত সলমনের হাতে রয়েছে ‘রাধে’, ‘কিক টু’। ফারহান শুটিং করছেন রাকেশ ওমপ্রকাশ মেহরার ‘তুফান’-এর জন্য। ফারহানের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজ়ির আগামী ছবি নিয়েও দর্শকের মধ্যে আগ্রহ রয়েছে। তবে আপাতত অভিনেতা-পরিচালকের সে দিকে নজর নেই বলেই মনে হচ্ছে।

Advertisement

আরও পড়ুন

Advertisement