জাতীয় চ্যানেলগুলোতে একাধিক ‘রিয়্যালিটি শো’ রমরমিয়ে চলছে। এক একটি অনুষ্ঠান অন্য ভাষাতেও হচ্ছে। তালিকায় সংযোজন ‘দ্য ৫০’। গুঞ্জন, এই রিয়্যালিটি শো-ই নাকি মিলিয়ে দিতে চলেছে আরবাজ় খান-মলাইকা অরোরা, হার্দিক পাণ্ড্য-নাতাশা স্তানকোভিচকে!
খবর ছড়াতেই অবশ্য নড়েচড়ে বসেছে বলিউড। অনেকেই নাকি বলাবলি করেছেন, ২০২৬ মিলনের বছর! মেলাতে চলেছে বিচ্ছিন্নদের।
‘দ্য ৫০’-এর সম্ভাব্য প্রতিযোগীরা। ছবি: সংগৃহীত।
এত দিন ‘বিগ বস্’ নিয়ে অনুরাগীদের উন্মাদনা ছিল চরমে। এই রিয়্যালিটি শো-টি অন্য ভাষাতেও হিট। খবর, সে সব নাকি ছাপিয়ে গিয়েছে নতুন রিয়্যালিটি শো নিয়ে উন্মাদনা। ৫০ জন তারকা প্রতিযোগীকে নিয়ে চলতি মাসেই নাকি ছোটপর্দা কাঁপাবে ‘দ্য ৫০’। এখানেই নাকি দেখা যাবে দু’জোড়া বিচ্ছিন্ন দম্পতিকে। খবর, আরবাজ় নাকি মলাইকার মুখোমুখি হওয়ার জন্য উদগ্রীব! হার্তিক-নাতাশারও নাকি একজোট হতে আপত্তি নেই। যদিও খ্যাতনামীদের মুখ থেকে সরাসরি এখনও কোনও কথা শোনা যায়নি।
শুধুই মলাইকা-আরবাজ় বা হার্দিক-নাতাশা নন, শোনা যাচ্ছে এই অনুষ্ঠানে দেখা যেতে পারে উর্ফী জাভেদ, শিব ঠাকরে, ধনশ্রী বর্মা, অংশুলা কপূর, অঙ্কিতা লোখন্ডে, নিক্কী তম্বোলী, ইমরান খান, সাবা আজ়াদ, ওরী-সহ আলোচিত খ্যাতনামীরা। শোনা যাচ্ছে, ফরাহ খানকে দেখা যাবে বিচারক হিসাবে। বিজয়ীদের জন্য নাকি অপেক্ষা করছে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার।