Advertisement
২৩ এপ্রিল ২০২৪
sibaprasad mukherjee

নারী দিবসে নন্দিতা-শিবুর উপহার, আগামী নারী দিবসে মুক্তি পাবে ‘ফাটাফাটি’

খুব শিগগিরিই বাংলা ছবির নায়িকা হচ্ছেন এক জন ‘মোটা মেয়ে’! ছবির নাম ‘ফাটাফাটি’।

‘ফাটাফাটি’ ছবির পোস্টারে অপরাজিতা আঢ্য

‘ফাটাফাটি’ ছবির পোস্টারে অপরাজিতা আঢ্য

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ মার্চ ২০২১ ২০:০৪
Share: Save:

২০২০-র মহালয়ার সকালে চমকে দিয়েছিলেন নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়। জানিয়েছিলেন, খুব শিগগিরিই বাংলা ছবির নায়িকা হচ্ছেন এক জন ‘মোটা মেয়ে’! ছবির নাম ‘ফাটাফাটি’। ২০২১-এর নারীদিবসে তাঁদের উপহার, আগামী নারী দিবস অর্থাৎ ২০২২-এর ৮ মার্চ মুক্তি পাবে উইনডোজের সেই ছবি। প্রযোজনা সংস্থার সামাজিক পাতায় এ কথা নিজের মুখে জানিয়েছেন অপরাজিতা আঢ্য। যিনি ছবির মুখ্য আকর্ষণ।

নাম ঘোষণার পাশাপাশি সেই সময় সামনে এসেছিল ছবির ফার্স্ট লুক। সেটিও চমকে ঠাসা। ম্যাগাজিনের কভারের আদলে বানানো পোস্টারের মধ্যমণি এক মহিলা। টুপিতে মুখ ঢেকে পাশ্চাত্য পোশাকে চূড়ান্ত কেতাদুরস্ত তিনি। পোস্টার দেখেই প্রশ্ন উঠেছিল, কে এই 'মোটা নায়িকা'? মুখ বন্ধ রেখেছিলেন পরিচালক অরিত্র মুখোপাধ্যায় এবং চিত্রনাট্যকার জিনিয়া সেন, সংলাপ লেখক সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। যদিও ফার্স্ট লুক ফাঁস করে দিয়েছিল রহস্য। টুপিতে মুখে ঢাকা থাকলেও অপরাজিতা আঢ্যকে চিনে নিতে অসুবিধা হয়নি কারওর। পরে আনন্দবাজার ডিজিটালকে জন্মদিনের দিন অপরাজিতা খোদ জানান, ‘‘আমায় ভেবে ছবি বানাচ্ছে উইনডোজ প্রোডাকশন। এ কি কম পাওনা?’’

নারী দিবসের আগেই প্রযোজক-পরিচালক জুটি তাঁদের আরও একটি ছবির মুক্তির তারিখ ঘোষণা করেছেন। চলতি বছরের ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘হামি ২’। এই ছবিতে ফের ফিরছেন ‘লাল্টু বিশ্বাস’ শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এ বার তাঁর হাতে কিসের হাঁড়ি থাকবে? হাসি দিয়েই সেই রহস্য জিইয়ে রেখেছেন অভিনেতা-পরিচালক। তবে আগের এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ভুটু’ আর ‘চিনি’ লকডাউনে কতটা ‘বোর’ হয়েছে? সেই গল্পই শোনাবে এই ছবি। দাবি, লকডাউনের পটভূমিকায় বাংলায় এটাই প্রথম ছবি। ‘‘নন্দিতাদি লকডাউনকে লকড করতেই লিখেছেন নতুন চিত্রনাট্য।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE