ফিরে এলেন বাবিল খান। অনুরাগীদের করলেন চিন্তামুক্ত। রবিবার রাতে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলটি ফের সক্রিয় করেন ইরফান-পুত্র। ‘স্টোরি’ বিভাগে ভাগ করে নেন তাঁর সহযোগী দলের তরফে জারি করা বিবৃতির অংশ, সঙ্গে জানান সকলের প্রতি কৃতজ্ঞতা।
আসলে বাবিলের ইন্সটা স্টোরিতে দেখা যায় কুবরা সেটের ভাগ করে নেওয়া বিবৃতিটি। সেখানেই অভিনেতা কৃতজ্ঞতা জানান সকলকে। তিনি লেখেন, “আপনাদের অনেক ধন্যবাদ। এই ভিডিওটির অত্যন্ত ভুল ব্যাখ্যা করা হয়েছে, আমি অনন্যা পান্ডে, শানায়া কাপুর, গৌরব আদর্শ, অর্জুন কপূর, রাঘব জুয়াল, অরিজিৎ সিংহের পাশে দাঁড়ানোর চেষ্টা করছিলাম।” এরই পাশাপাশি বাবিল জানিয়ে দেন তিনি ক্লান্ত। লেখেন, “এর থেকে বেশি কিছু বলার শক্তি আমার নেই এখন। তবে আমার সহযোগীদের জন্য এইটুকু লিখতেই হচ্ছে, আমি ওদের শ্রদ্ধা করি।”
রবিবার সকাল থেকেই বলিউডে হুলুস্থূল, সমাজমধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেতা বাবিল খান। বোঝাই যায়, কার্যত বিধ্বস্ত তিনি। দাবি করেন, বলিউডের মতো ভুয়ো দুনিয়া তিনি কোথাও দেখেননি। তাঁর কথায়, “বলিউড একটা জঘন্য জায়গা, এখানে সকলে রূঢ়।” এর পর কিছু মানুষ বলিউডের ভাল করতে চান বলে দাবি করার পাশাপাশি তিনি জানান, এই দুনিয়াকে তাঁরও অনেক কিছু দেওয়ার ছিল। কিন্তু এর মধ্যেই তিনি বেশ কিছু তারকার নাম করে বসেন। যাঁদের মধ্যে রয়েছেন অনন্যা পাণ্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী, শানায়া কপূর, রাঘব জুয়াল, আদর্শ গৌরব, এমনকি অর্জুন কপূর, অরিজিৎ সিংহও। বলিউডের বৈষম্য নিয়ে তিনি ভেঙে পড়েছেন বলে অনুমান অনুরাগীদের।
আরও পড়ুন:
পরে তাঁর সহযোগী দলের পক্ষ থেকে জানানো হয়, বাবিল মানসিক উদ্বেগে ভুগছেন। তাঁর মা সুতপা সিকদার সমাজমধ্যমে জানান, বাবিলের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। যে সব তারকার নাম তিনি করেছেন, তাঁদের ভুয়ো বলে দাবি করেননি। বরং তাঁরাই বলিউডের ভাল চান বলতে চেয়েছেন।
এর পর রাঘব, জানান তাঁর কথা হয়েছে সুতপার সঙ্গে। সিদ্ধান্তও বাবিলের খোঁজ নিয়েছেন বলে দাবি করেন।