Advertisement
২১ মে ২০২৪
Entertainment news

আমার জীবনে নারীর প্রভাবই বেশি: শাহরুখ

‘‘তুমি সুন্দর, কারণ তুমি মেয়ের মতো লড়াই করো...।’’ একটি অনুষ্ঠানে মেয়েদের জন্য নিজের লেখা এই কবিতা পড়লেন শাহরুখ খান। আরও এক বার বুঝিয়ে দিলেন, কেন তাঁর জন্য এখনও মেয়েদের কুছ কুছ হোতা হ্যায়। অনুষ্ঠানটি ছিল গুঞ্জন জৈন-এর লেখা প্রথম বই প্রকাশের।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৬ ০৩:৩৫
Share: Save:

‘‘তুমি সুন্দর, কারণ তুমি মেয়ের মতো লড়াই করো...।’’ একটি অনুষ্ঠানে মেয়েদের জন্য নিজের লেখা এই কবিতা পড়লেন শাহরুখ খান। আরও এক বার বুঝিয়ে দিলেন, কেন তাঁর জন্য এখনও মেয়েদের কুছ কুছ হোতা হ্যায়। অনুষ্ঠানটি ছিল গুঞ্জন জৈন-এর লেখা প্রথম বই প্রকাশের। এই বইটিতে বিভিন্ন ক্ষেত্রের সফল ২৪ জন নারীর কথা বলা হয়েছে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে শাহরুখ বলেন, তাঁর জীবনের আগাগোড়াই মহিলাময়। জীবনের ছাঁচটাই গড়ে দিয়েছেন মহিলারা। প্রথমে ঠাকুমা, এখন মেয়ে। আর এই দুইয়ের মাঝে স্ত্রী, পাড়ার মাসি-পিসি, দিদি আর তাঁর ছবির নায়িকারা। বাদ যাননি সেই সব মহিলা পরিচালক যাঁদের সঙ্গে তিনি কাজ করেছেন। বলেন, ‘‘আমি আজ যা হয়েছি তার একশো শতাংশই মহিলাদের অবদান। ওঁদের বাদ দিয়ে আমি এর অর্ধেক কৃতিত্বও অর্জন করতে পারতাম না।’’ তাঁর জীবনের সেই সব মহিলাকে নিয়ে একটি বই লেখার ইচ্ছার কথাও জানিয়ে দিলেন বলিউড বাদশা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shahrukh khan Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE