যাঁরা প্রকৃত নারী, ৮ মার্চ তাঁদের জন্য। যাঁরা রূপান্তরকামী? কোনও এক সময় বাহ্যিক ভাবে ‘বনমালি’, অন্তরে ‘রাধা’ ছিলেন? হয়তো চিকিৎসাশাস্ত্রের সাহায্য নিয়ে তাঁরাই নারীতে রূপান্তরিত হয়েছেন। নারী দিবসে তাঁদের পাশে নিয়ে ‘লিঙ্গ নিরপেক্ষতা’র ডাক দিলেন সাংসদ-তারকা নুসরত জাহান।
কী বলেছেন নুসরত? লাল রং শক্তির প্রতীক। তাই লাল শাড়ি তাঁর অঙ্গে। বরাবরের মতো এ দিন তিনি সাহসী, দৃপ্ত। দাবি, ‘‘নারী দিবস শুধুই বাহ্যিক নারীত্ব উদযাপনের নয়। অন্তরে বা ভাবনায় যাঁরা নারী, ৮ মার্চ তাঁদের জন্যও।’’ তাই সমাজের সব নারী আজ এক কাট্টা। নিজেদের অধিকার প্রকাশের দাবিতে।