টপ পরেছিলেন। কিন্তু টপের নীচে তাঁর শরীরে আর কোনও পোশাক ছিল না। সে কারণেই এক রেস্তরাঁ থেকে বের করে দেওয়া হল অভিনেত্রী ইয়ামি গৌতমের বোন সুরিলিকে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে সার্বিয়ায়।
গোটা ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সুরিলি। এই মুহূর্তে ছবির শুটিংয়ে ইয়ামি রয়েছেন সার্বিয়ায়। তাঁর সঙ্গেই রয়েছেন সুরিলি। সেখানেই তাঁদের সঙ্গে এই ঘটনাটি ঘটেছে।
তবে রেস্তরাঁ কর্তৃপক্ষ কেন সুরিলির সঙ্গে এই আচরণ করলেন, তার এখনও পর্যন্ত কোনও ব্যখ্যা পাওয়া যায়নি। অন্য দিকে, রেস্তরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধে সুরিলি কোনও ব্যবস্থা নেবেন কি না তাও এখনও পর্যন্ত জানাননি তিনি। এই ভিডিও প্রকাশ্যে আসার পর সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
আরও পড়ুন, অভিনয়ের আড়ালে মধুচক্র চালাতেন এই অভিনেত্রী!
আর কিছু দিনের মধ্যেই ইয়ামির মতো সুরিলিও নাকি বলিউডে পা রাখতে চলেছেন। শোনা যাচ্ছে, রাজকুমার সন্তোষীর একটি ছবির মাধ্যমে তাঁর অভিনয়ের হাতেখড়ি হবে। আপাতত এই ঘটনার কারণে সুরিলি শিরোনামে।
.@yamigautam's sister @surilieggautam denied entry in a well known restaurant in #Serbia#YamiGautam pic.twitter.com/JJfPvUtmHz
— Bollywood Life (@bollywood_life) June 7, 2018