Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২১ অক্টোবর ২০২১ ই-পেপার

Yash Dasgupta: খুদে অনাথ অনুরাগীদের সঙ্গে সময় কাটালেন যশ, বাড়ালেন সাহায্যের হাত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ২২ সেপ্টেম্বর ২০২১ ১৬:০৬
মঙ্গলবার ভবানীপুরের প্রেরণা শেল্টার হোমে হাজির হলেন ঈশান-জনক।

মঙ্গলবার ভবানীপুরের প্রেরণা শেল্টার হোমে হাজির হলেন ঈশান-জনক।

সদ্য বাবা হয়েছেন যশ দাশগুপ্ত। নুসরত জাহান এবং যশ তাঁদের একরত্তি ঈশানকে নিয়ে মেতে রয়েছেন। কিন্তু নতুন পিতৃত্বের মধ্যে সেই সব শিশুদের কথা ভুললেন না যশ, যারা মাতৃহারা, পিতৃহারা। তাই মঙ্গলবার ভবানীপুরের প্রেরণা শেল্টার হোমে হাজির হলেন ঈশান-জনক।
ছোট ছোট মেয়েদের সঙ্গে সময় কাটালেন যশ। জানতে পারলেন, তাদের অধিকাংশই যশের অনুরাগী। যশকে তারা প্রচণ্ড ভালবাসে বললেও অত্যুক্তি হবে না। কেউ কেউ কাগজ থেকে যশের ছবি কেটে বাঁধিয়ে রেখেছে, কেউ আবার সুযোগ পেলেই যশের বিখ্যাত সংলাপ আওড়ায়। পছন্দের নায়ককে সামনে পেয়ে আনন্দে আত্মহারা তারা।

Advertisement
ছোট ছোট মেয়েদের সঙ্গে সময় কাটালেন যশ। জানতে পারলেন, তাদের অধিকাংশই যশের অনুরাগী।

ছোট ছোট মেয়েদের সঙ্গে সময় কাটালেন যশ। জানতে পারলেন, তাদের অধিকাংশই যশের অনুরাগী।


সকলের হাতে খাবার তুলে দিলেন যশ। ভক্তদের খাতায় খাতায় নিজের নাম সই করে তাদের মুখে হাসি ফোটালেন। তা ছাড়া দল বেঁধে দাঁড়িয়ে সকলের সঙ্গে গল্প করলেন তিনি। হাসি আর আড্ডায় জমজমাট কেটেছে সময়।
৬ বছর বয়স থেকে ১৮ বছর বয়সি মেয়েদের আশ্রয় দিয়েছে প্রেরণা। তাদের পড়াশোনা এবং স্বাস্থ্য খাতে খরচের জন্য আর্থিক সাহায্য করার প্রস্তাব দিয়েছেন যশ। হোমের কর্তৃপক্ষকে যশ ভরসা দিয়েছেন, যে কোনও সময়ে যে কোনও রকম সাহায্যের জন্য তাঁর কাছে আসতে পারেন তাঁরা।

আরও পড়ুন

Advertisement