Yeh Hai Mohabbtein actor Neeru Agarwal passes away dgtl
প্রয়াত জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী নীরু
নীরুর সহ অভিনেতা আলি গোনি প্রথম এই দুঃসংবাদ জানান সোশ্যাল মিডিয়ায়।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৮ ১৫:৪২
নীরু আগরওয়াল। ছবি: আলির ইনস্টাগ্রাম পেজ থেকে সংগৃহীত।
প্রয়াত হলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নীরু আগরওয়াল। মঙ্গলবার ভোরে নিজের বাড়িতে আচমকাই মৃত্যু হয় নীরুর।
নীরুর সহ অভিনেতা আলি গোনি প্রথম এই দুঃসংবাদ জানান সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, গত চারদিন ধরে জ্বরে ভুগছিলেন নীরু। এ দিন সকালে বাড়ির বাথরুমে পড়ে যান তিনি। এর পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে হ্যা মহব্বতে’তে নীরুর অভিনয় দর্শক পছন্দ করেছেন। এই ধারাবাহিকে তাঁর সহ অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘এত তাড়াতাড়ি চলে গেলে নীরু। আমাদের শেষ কিছু কথা আজ খুব মনে পড়ছে। তোমার সোনার গয়না খুব পছন্দ ছিল…। তোমার সঙ্গে যদি আরও কয়েকটা দিন কাটাতে পারতাম। তোমার চলে যাওয়াতে আবার মনে হচ্ছে জীবন কত ছোট। তোমাকে মিস করব…।’
ন’বছরের মেয়ের সঙ্গে মুম্বইয়ে থাকতেন নীরু। ময়নাতদন্তের পর তাঁর দেহ এ দিন বিকেলে দিল্লিতে নিয়ে যাওয়া হবে বলে খবর। আগামিকাল দিল্লিতেই নীরুর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।