ব্যবসায়িক ক্ষেত্রে সমসাময়িক প্রযুক্তি সম্পর্কিত জ্ঞানের পাশাপাশি প্রয়োজন দক্ষ ব্যবস্থাপকের ভূমিকা পালন করা। জানতে হয় কোনও সংস্থার মানবসম্পদকে কোন কৌশলে কাজে লাগানো যায়, তার খুঁটিনাটিও। রাজ্যের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরে পাঠ দেওয়া হবে এই বিষয়ে। স্নাতকোত্তর স্তরে পড়ানো হবে একটি পাঠক্রম।
আইআইটি খড়্গপুরের হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্স বিভাগের তরফে ‘হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট’-এর এই পাঠক্রমটি পড়ানো হবে। কোর্সের মেয়াদ দু’বছর— যা চারটি সেমেস্টারে ভাগ করা হয়েছে। কোর্সে ভর্তি এবং টিউশন ফি-র পরিমাণ মোট ৫,০০,০০০ টাকা। তবে সংরক্ষিত শ্রেণিভুক্তরা টিউশন ফি-র ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন।
আরও পড়ুন:
-
কলকাতায় কর্মী খুঁজছে হিন্দুস্তান কপার লিমিটেড, কোন পদে, কোন যোগ্যতায় করা যাবে আবেদন?
-
কাউন্সেলিং সূচি প্রকাশের পর ঘোষণা হল আসনবিন্যাস, কত আসনে পড়ুয়া ভর্তির সুযোগ?
-
হুগলি কৃষি বিজ্ঞানকেন্দ্রে প্রয়োজন টেকনোলজি অ্যাসিস্ট্যান্ট, যোগ্যতা যাচাই ইন্টারভিউয়ের মাধ্যমে
-
ছ’মাসে ১৭ শতাংশের বেশি ফি বৃদ্ধি! দিল্লি বিশ্ববিদ্যালয়ের ঘটনায় বাড়ছে উদ্বেগ
কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি বা মেডিসিনে চার বছরের স্নাতক বা অন্য বিষয়ে স্নাতকোত্তরোত্তীর্ণেরা। সমস্ত ক্ষেত্রেই ন্যূনতম নম্বর প্রয়োজন ৬০ শতাংশ। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট কোর্সে কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট)-এ প্রাপ্ত নম্বর, শিক্ষাগত যোগ্যতা, এবং অনলাইন বা অফলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সমস্ত নথি-সহ কোর্সে ভর্তির আবেদন করতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু ২০ জানুয়ারি থেকে। চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।