বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের জন্য কর্মী প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কেন্দ্রে একজন টেকনোলজি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। তাঁকে প্রতিষ্ঠানের ‘সিএফএলডি অন অয়েলসিডস’ প্রকল্পে কাজ করতে হবে। পারিশ্রমিক হবে মাসে ১০,০০০ টাকা। চুক্তিভিত্তিক এই পদে কাজের মেয়াদ থাকবে ৩ মাস। তবে তাঁকে চলতি অর্থবর্ষের শেষ পর্যন্ত এই প্রকল্পে কাজ করতে হতে পারে।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশোত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, কৃষিক্ষেত্রে ফিল্ড ওয়ার্কের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পারদর্শী হতে হবে ইংরেজি এবং বাংলা কথোপকথনে। এ ছাড়াও প্রয়োজন অন্য দক্ষতার, যা বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
কর্মী নিয়োগের জন্য প্রতিষ্ঠানেই ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন সেখানে আবেদনপত্র-সহ বাকি নথি নিয়ে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বাকি তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে।