গত কয়েক বছর ধরেই কোনও অনুষ্ঠানের মঞ্চ ছাড়া প্রকাশ্যে খুব একটা মুখ দেখান না শাহরুখ খান। নিরাপত্তার কড়াকড়ি প্রবল। তাঁর ছবি তোলা যায় না সহজে। ছবিশিকারিদের এড়াতে ঢেকে নেন নাক-মুখ। এ ছাড়াও ‘ডাঙ্কি’র পর থেকে দামি গাড়িতেই যাতায়াত করেন। এ বার শাহরুখের গাড়িকে ধাওয়া করলেন দিল্লি থেকে আসা তরুণ-তরুণী।
এমনিতেই বিশ্নোইয়ের ভয়ে কাঁটা মুম্বইয়ের তারকারা। সলমন খান,আমির খান, শাহরুখ-সহ বহু তারকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ বার ভরসন্ধ্যায় মুম্বইয়ের রাস্তায় একটা অটোয় চেপে দুই তরুণ-তরুণী ধাওয়া করলেন শাহরুখের গাড়িকে। তাঁরা এমন অবস্থায় ভিডিয়োও করেন। সেখানেই দেখা যাচ্ছে অটোচালককে তাঁরা বলছেন, ‘‘গাড়িটার পাশ দিয়ে চলুন।” তরুণী যাত্রী বার বার বলছেন, “আমি শাহরুখকে একবার ‘হাই’ বলব। আর কারও জন্য এটা করি না। শুধু ওঁর জন্য করছি।’’ তাঁরা এই ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, ‘‘আমিই তোমার ‘জবরা ফ্যান’।’’ যদিও শেষপর্যন্ত তাঁদের ইচ্ছা পূরণ হল কি না সেটা খোলসা করেননি।