Advertisement
E-Paper

‘আমি রাম ও কৃষ্ণের ভজন লিখতে পারি’, রহমানের ‘ধর্মীয় বিভাজন’ বিতর্কে আলোচনায় জাভেদের মন্তব্য

পরিবারে ধর্মীয় আচার মানার চল ছিল না। জাভেদের বাবা ও গোটা পরিবারই প্রায় বামপন্থায় বিশ্বাসী ছিলেন। তবে মুসলিম বলে পরিচিত হলেও তাঁরা রাম ও কৃষ্ণের সমস্ত কাহিনি সম্পর্কে অবহিত ছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৭:৩৪
রহমান বিতর্কে কী মত জাভেদের?

রহমান বিতর্কে কী মত জাভেদের? ছবি: সংগৃহীত।

গত আট বছরে হিন্দি চলচ্চিত্রজগতে ‘ধর্মীয় বিভাজন’ বেড়েছে — এই মন্তব্যের জন্য কটাক্ষের শিকার হয়েছেন এআর রহমান। মন্তব্যের বিরোধিতা করেছেন জাভেদ আখতারও। তাঁর মতে, এই বিনোদনজগৎ কখনওই ধর্ম নিয়ে ভাবেনি। কাজটা সবচেয়ে ভাল কে করতে পারবেন, সেই অনুযায়ী শিল্পীর নির্বাচন হয়েছে। এর মধ্যেই এক বছর আগে জাভেদের একটি মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বেশ কয়েকটি ভক্তিগীতি লিখেছেন জাভেদ আখতার। তার মধ্যে ‘লগান’ ও ‘স্বদেশ’ ছবির গানও রয়েছে। জাভেদ সেই সময়ে বলেছিলেন, “আমার ছোটবেলায়, এই দুনিয়াটা অন্য রকম ছিল। আমি বললে মনে হবে, নাটকীয় জিনিস বলছি। কিন্তু এমনই তো হত।”

জাভেদের পরিবারে ধর্মীয় আচার মানার চল ছিল না। জাভেদের বাবা ও গোটা পরিবারই প্রায় বামপন্থী ছিলেন। তবে মুসলিম হলেও তাঁরা রাম ও কৃষ্ণের সমস্ত কাহিনি সম্পর্কে অবহিত ছিলেন। জাভেদের কথায়, “আমরা কী ভাবে রামলীলা ও কৃষ্ণলীলা সম্পর্কে জানলাম? আমি কিন্তু রাম ও কৃষ্ণের ভজনও লিখতে পারি। কী ভাবে পারি? এগুলো আমি কোথা থেকে শিখলাম? আমার বড় হওয়ার অংশ ছিল এগুলো। তখনকার দিনে এটা অবশ্য কোনও বড় বিষয়ই ছিল না। মানুষ এমনই ছিল। জানি না সে সব হঠাৎ কী ভাবে উধাও হয়ে গেল।”

মুসলিম পরিবারের হয়েও জাভেদের কাকিমা বাড়ির বাচ্চাদের জন্য জন্মাষ্টমী পালন করতেন। তবে এগুলো খুবই সাধারণ বিষয় ছিল বলে মত তাঁর। জাভেদের কথায়, “বসন্তপঞ্চমীতে আমরা সবাই হলুদ রঙের পোশাক পরতাম। সেই সময়েও এই সংস্কৃতি ছিল। কিন্তু এখন আর দেখি না।” তবে তাঁর এই মন্তব্যের জেরে নেটাগরিকের বক্তব্য, রহমান আজ যা বলেছেন, একসময়ে জাভেদও একই সুরে কথা বলেছিলেন।

AR Rahman Javed Akhtar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy