Shah Rukh Khan and Gauri's Delhi home in collaboration with Airbnb dgtl
URL Copied
বিনোদন
শাহরুখের এই বাংলোয় এখন থাকতে পারেন আপনিও, কী ভাবে জেনে নিন
নিজস্ব প্রতিবেদন
১৯ নভেম্বর ২০২০ ১৫:৫৬
Advertisement
১ / ১৪
শাহরুখ-গৌরীর অতিথি হয়ে তাঁদের বাড়ি গেলেন। সেখানে এক রাত কাটালেন, লম্বা ডাইনিং টেবিলের এ পারে বসে খান দম্পতির পছন্দের খাবারও খেলেন। সর্বোপরি শাহরুখ-গৌরীর রাজকীয় এবং সৌহার্দ্যপূর্ণ আপ্যায়ন পেয়ে মুগ্ধ হয়ে আপনি বাড়ি ফিরে এলেন। সঙ্গে নিয়ে এলেন স্মৃতি হিসাবে খান দম্পতির তরফ থেকে একটি উপহারও।
২ / ১৪
আগামিকাল ঘুম থেকে উঠে যদি হঠাৎ এমন কিছু সুযোগ পান? কেমন দিবাস্বপ্নের মতো লাগছে শুনতে তাই না? এই দিবাস্বপ্নই এ বার সত্যি হতে চলেছে।
Advertisement
Advertisement
৩ / ১৪
ভারতীয়দের সামনে শাহরুখ এবং গৌরী তাঁদের দিল্লির বাড়ির দরজা খুলে দিলেন। একটা রাত শাহরুখ-গৌরীর সঙ্গে কাটানোর সুযোগ এনে দিল ট্রাভেল সংস্থা এয়ারবিএনবি। এয়ারবিএনবি-র সঙ্গে তেমনই চুক্তি হয়েছে শাহরুখ-গৌরীর।
৪ / ১৪
শাহরুখ এবং গৌরীর একেবারে হৃদয়ের সঙ্গে জড়িত তাঁদের দিল্লির বাড়ি। এই বাড়িতে তাঁদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে।
Advertisement
৫ / ১৪
সুহানা এবং আরিয়ানের জন্ম এই বাড়িতেই। তাই এই বাড়িতে যখনই তাঁরা আসেন, মুহূর্তগুলো যেন আঁকড়ে ধরে।
৬ / ১৪
সম্প্রতি এই বাড়িটি নিজের মতো করে সাজিয়েছেন গৌরী। তাঁদের কাটানো সমস্ত ছোট-বড় মুহূর্তগুলো ধরে রেখেছেন ফ্রেমবন্দি করে।
৭ / ১৪
বাড়িটা যে শাহরুখ-গৌরীর কত প্রিয় তা সেখানে পা রাখলেই বোঝা যায়। এই বাড়িতেই এ বার থাকার সুযোগ পেতে পারেন আপনিও। তার জন্য অবশ্যই রয়েছে কিছু শর্ত।
৮ / ১৪
এয়ারবিএনবি একটা প্রতিযোগিতার আয়োজন করেছে। জয়ী এক জনই এই সুযোগ পাবেন। যিনি জয়ী হবেন তিনি সঙ্গে আরও এক জনকে নিয়ে যেতে পারবেন।
৯ / ১৪
প্রতিযোগীকে প্রথমে এয়ারবিএনবির একটি আবেদনপত্র পূরণ করতে হবে। ‘ওপেন আর্ম ওয়েলকম’-এর অর্থ কী তা ১০০ শব্দের মধ্যে লিখে পাঠাতে হবে প্রতিযোগীকে। শাহরুখ খানের জনপ্রিয় ওপেন আর্ম পোজের জন্যই এই প্রশ্ন।
১০ / ১৪
বিচারকের আসনে থাকবেন স্বয়ং গৌরী। তাঁর পছন্দের উত্তরদাতা আগামী ১৩ ফেব্রুয়ারি তাঁদের দিল্লির বাড়িতে এক রাত কাটাবেন।
১১ / ১৪
বিমানবন্দর থেকে গৌরীর পছন্দের গাড়িতেই দিল্লির বাড়ি আবার সেখান থেকে ওই গাড়িতেই বিমানবন্দর ফেরা।
১২ / ১৪
বাড়িতে পৌঁছনোর পর আপনি কী খাবেন? কোথায় থাকবেন? কী দেখবেন? সবই গৌরী নিজে আপনার জন্য পরিকল্পনা করে রাখবেন।
১৩ / ১৪
তবে বাড়িতে কাটানোর সময় স্বশরীরে শাহরুখ এবং গৌরীর দেখা পাবেন কি না তা স্পষ্ট করে জানা যায়নি। স্বশরীরে হাজির না থেকেও তাঁরা সঙ্গেই থাকবেন, বাড়ির প্রতিটা কোণ তাঁদের উপস্থিতি জানান দেবে।
১৪ / ১৪
শাহরুখের সমস্ত হিট ফিল্মও দেখার সুযোগ থাকছে। শাহরুখ এবং গৌরী যা যা খেতে পছন্দ করেন মেনুতে থাকছে সে সবও।