পর্দায় তাঁরা দুই ভাই। রাম এবং লক্ষ্মণ ওরফে লাকি। ছবির নাম ‘ম্যায় হুঁ না’। কিন্তু জানেন কি বক্স অফিসে হইচই ফেলে দেওয়া এই ছবির আগে ‘ভাই’য়ের অভিনয়ে আস্থা ছিল না ‘দাদা’রই?
শাহরুখ খানের সঙ্গে তাঁর প্রথম আলাপের দিন ফিরে এল জায়েদ খানের স্মৃতিচারণে।
তখন সবে বলিউডে টুকটাক কাজ করছেন জায়েদ। ইন্ডাস্ট্রিতে কেউ চেনে না তেমন। সকলের কাছে তাঁর পরিচয়, সঞ্জয় খানের ছেলে কিংবা ফারদিন খানের ভাই। তখনই এক দিন ফারহা খানের অফিস থেকে ডাক। সেখানে পৌঁছে হতবাক জায়েদ। স্বয়ং কিং খান অফিসে বসে!